ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুসিকের দুই কেন্দ্রে কাউন্সিলর পদে বিজয়ী যারা-

প্রকাশিত: ০৬:২০, ২৬ এপ্রিল ২০১৭

 কুসিকের দুই কেন্দ্রে কাউন্সিলর পদে বিজয়ী যারা-

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ এপ্রিল ॥ কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই কেন্দ্রে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই কেন্দ্রে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের দুটি পদে নির্বাচিতদের বেসরকারীভাবে ফল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে সিটির ২১নং ওয়ার্ডের কুমিল্লা সরকারী সিটি কলেজ কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মাহবুবুর রহমান। এ কেন্দ্রে সংরক্ষিত ৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থী উম্মে সালমা নির্বাচিত হয়েছেন। এছাড়া ২৭নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসান এবং এ কেন্দ্রে সংরক্ষিত ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী রুবী আক্তার নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ৩০ মার্চ কুসিক নির্বাচনের দিন ওই দুটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কলেজছাত্রী সোনিয়া হত্যার দুই আসামি রিমান্ডে স্টাফ রিপোর্টর, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেফতারকৃত রাজন মিয়া ও সিরাজুল ইসলামকে মঙ্গলবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে মুন্সীগঞ্জের আমলী আদালত-৫। পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানান, সোনিয়া হত্যা মামলাটি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। সোমবার ঢাকার খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে গজারিয়ায় বালিয়াকান্দির হাফিজনগর মহল্লার রাজন মিয়া ও একই এলাকার সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পরে তাদের ওই মামলার আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে। কৃষিমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৫ এপ্রিল ॥ সিলেট অঞ্চলের শস্য নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অভিযান চালিয়ে তিন সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিন কিলোমিটার পাইপলাইন অপসারণ করেছে। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার ইউর ফ্যাশন রোড, গড়গড়িয়া মাস্টারবাড়ী, শ্রীপুর ও গাজীপুর এলাকার ৭টি স্পটে তিতাস গ্যাস টিএ্যান্ডডি কোং লিমিটেডের গাজীপুর ও ভালুকা জোনাল বিপণন অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার এক হাজারটি বাড়ির তিন হাজারটি অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
×