ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণাঞ্চলের প্রথম প্রতিরোধ দিবসে চার মুক্তিযোদ্ধাকে স্মরণ

প্রকাশিত: ০৬:২০, ২৬ এপ্রিল ২০১৭

দক্ষিণাঞ্চলের প্রথম প্রতিরোধ দিবসে চার মুক্তিযোদ্ধাকে স্মরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতাযুদ্ধে স্থলপথে সর্বপ্রথম পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয় গৌরনদীতে। ১৯৭১ সালের ২৫ এপ্রিল ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী কটকস্থলের ওই যুদ্ধে চার মুক্তিযোদ্ধা শহীদ হন। ওই দিন মুক্তিযোদ্ধাদের গুলিতে আট পাকসেনা নিহত ও তাদের বহনকারী একটি গাড়ি বিধ্বস্ত হয়েছিল। এটাই ছিল বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে স্থলপথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনাদের প্রথম সম্মুখযুদ্ধ। আর ওই চার মুক্তিযোদ্ধাই হচ্ছেন প্রথম শহীদ। দেশ স্বাধীনের পর থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ২৫ এপ্রিল গৌরনদী প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। সে অনুযায়ী মঙ্গলবার সকাল দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে দিসবটি পালনের লক্ষ্যে র‌্যালি শেষে যুদ্ধস্থানে সরকারী উদ্যোগে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরবর্তীতে ওই স্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত শেষে সরকারী গৌরনদী কলেজ মিলনায়তনে দিনভর স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন ৯নং সেক্টরের গ্রুপ কমান্ডারের সেকেন্ড-ইন কমান্ড আব্দুল হক বীরবিক্রম। বক্তব্য রাখেনÑ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মনিরুল হক, সহকারী কমান্ডার আনোয়ার হোসেন, মুনসুর সিপাহী, বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হালিম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মোল্লা প্রমুখ। বগুড়ায় সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আঙ্গুর(২৫) ও শাহ আলম(২০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লুৎফর নামে এক শ্রমিক অসুস্থ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৫ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বাবলু নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কয়েক শ্রমিক কাজ করছিলেন। সেপটিক ট্যাংকের ভেতরে নেমে নির্মাণ কাজে ব্যবহৃত শাটার খোলার সময় হঠাৎ শ্রমিকরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়।
×