ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে অটোরিক্সার ওপর গাছ ॥ নিহত ২

প্রকাশিত: ০৬:১৯, ২৬ এপ্রিল ২০১৭

মৌলভীবাজারে অটোরিক্সার ওপর গাছ ॥ নিহত ২

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৫ এপ্রিল ॥ কমলগঞ্জ লাউয়াছড়া বনের জানকীছড়া এলাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে পাহাড়ের মাটি ধসে একটি গাছ চলন্ত সিএনজির ওপর পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত এবং তিন জন আহত হন। লাউয়াছড়া বনের দায়িত্বরত সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে লাউয়াছড়া বনের ভেতরে জানকীছড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি গাছ চলন্ত সিএনজির ওপর পড়ে যায়। এ সময় সিএনজির ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। শ্রীমঙ্গল ফায়ার স্টেশন কর্মীরা গুরুতর আহত অবস্থায় তিনজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শ্রীমঙ্গল হাসপাতালে একযাত্রী মারা যান। নিহতরা হলো শ্রীমঙ্গল সন্ধানী এলাকার কেয়া পাল (২৭) ও সবুজবাগ এলাকার সম্পা দেব (৩০)। তারা দুজনই কমলগঞ্জের ভানুগাছ বাজারে সূর্যের হাসি ক্লিনিকে চাকরি করতেন বলে জানা যায়। ট্রেনের ছাদে গাছ, আহত ১৭ বাকৃবি সংবাদদাতা, থেকে জানান, ঢাকা-মোহনগঞ্জগামী মহুয়া ট্রেনের ছাদের ওপর গাছ পড়ে ১৭ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) স্টেশন থেকে কয়েক’শ মিটারের মধ্যেই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে ঝড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনেই ওপর দুইটি গাছ হেলে পরে। দুপুর ১২টার দিকে চলন্ত মহুয়া এক্সপ্রের ওপর হেলে থাকা গাছ দুটি পড়ে যায়। এতে ট্রেনের ছাদে থাকা অর্ধশতাধিক যাত্রী ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খুলনায় ইয়াবাসহ দুই বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় ৭০ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলার ফুলতলা উপজেলা পরিষদ গেট এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলে নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা গ্রামের রাকিব হোসেন ও বরিশাল সদরের ফারুক খন্দকার। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুইজন ইয়াবা বিক্রেতা।
×