ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুপ্রস্তাবে রাজি না হওয়ায়-

প্রকাশিত: ০৬:১৯, ২৬ এপ্রিল ২০১৭

কুপ্রস্তাবে রাজি না হওয়ায়-

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তলুইগাছায় দুই সন্তানের জননীকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার তলুইগাছা গ্রামে ঘটনাটি ঘটে। গৃহবধূর নাম জোহরা খাতুন। এ সময় আহত হয়েছেন একই গ্রামের ইয়ারুল ইসলাম। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এবং এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ায় ঘরের জানালা ভেঙ্গে গৃহবধূকে হত্যার চেষ্টা করা হয় বলে আহত গৃহবধূ জানায়। মেম্বর আব্দুস সামাদ জানান, তলুইগাছা গ্রামের গৃহবধূ জোহরা খাতুনের স্বামী হাফিজুর রহমান বিদেশ থাকার সুযোগে প্রতিবেশী ইয়ারুল প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। বিষয়টি গৃহবধূর স্বামী প্রবাসী হাফিজুর রহমানকে জানায় তার স্বজনরা। এক পর্যায়ে ইয়ারুলকে আসামি করে গৃহবধূ জোহরা খাতুন সদর থানায় একটি এজাহার দাখিল করেন। এরই জের ধরে ইয়ারুল সোমবার শেষ রাতে গৃহবধূর ঘরের জানালা ভেঙ্গে ভেতরে ঢোকে। এ সময় দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে ইয়ারুল জোহরা খাতুনকে কুপিয়ে জখম করে। জোহরা খাতুনও ইয়ারুলকে কুপিয়ে জখম করে। জোহরা খাতুন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে গোপনে চিকিৎসা নেয়া অবস্থায় ইয়ারুল রাতে তার বাড়িতে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, জোহরা খাতুন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছেন। টঙ্গীতে বাসায় ঢুকে হামলা-লুট নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৫ এপ্রিল ॥ মিলগেট নামাবাজার নিশাত ঝুটমিল সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে বাসায় ঢুকে সন্ত্রাসী হামলা, আসবাবপত্র ভাংচুর, ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল সেটসহ আসবাবপত্র লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন বাড়ির মালিক শান্তি বেগম। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী শান্তি বেগমের বাসায় ঢুকে হামলা ও লুটপাট করেছে।
×