ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে রিক্সা চালককে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৬:১৮, ২৬ এপ্রিল ২০১৭

সোনারগাঁয়ে রিক্সা চালককে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় সোয়ান মিয়া (২২) নামে এক অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সোনারগাঁ বিশ^বিদ্যালয় কলেজের সামনের রাস্তা থেকে থানা পুলিশ সোয়ানের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে। দুর্বৃত্তরা অটোরিক্সাটিও নিয়ে যায়। অবশ্য সোনারগাঁ থানা পুলিশ মঙ্গলবার দুপুরে বন্দর এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় পারভেজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সোনারগাঁ থানার ওসি জানায়। জানা গেছে, সোমবার রাতে সোয়ান মিয়ার অটোরিক্সাটি যাত্রীবেশে ছিনতাইকারীরা বন্দর থেকে ভাড়া করে মোগড়াপাড়া এলাকায় নিয়ে আসে। পরে তারা সোয়ান মিয়াকে গলা কেটে হত্যা করে মোগরাপাড়ার সোনারগাঁ বিশ^বিদ্যালয় কলেজের সামনে লাশ ফেলে অটোরিক্সাটি নিয়ে যায়। এলাকাবাসী রাত সাড়ে ১১টায় গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে লাশের সঙ্গে উদ্ধার হওয়ার মোবাইল ফোনের মাধ্যমে লাশটি অটোরিক্সা চালক সোয়ান মিয়ার বলে শনাক্ত করা হয়। ভোলায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, ভোলা থেকে জানান, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মঙ্গলবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ঘেরের পানি সরানোকে কেন্দ্র করে ইউনুস (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, শিবপুর গ্রামের মৃত মুকবুল আহাম্মদের ছেলে ইউনুসের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় শরীফ সর্দার বাড়ির লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সকাল ৮টার দিকে ইউনুস তার ঘেরে অতি বৃষ্টিতে জমে যাওয়া পানি ড্রেন করে সরাতে গেলে শরীফ সর্দার বাড়ির লোকজনের সঙ্গে বাকবিত-া হয়। এ সময় তারা ইউনুসকে মারধর করলে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
×