ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় নিহত শিশু

প্রকাশিত: ০৬:১৮, ২৬ এপ্রিল ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় নিহত শিশু

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জে মঙ্গলবার ভোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত র্শিশু, শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মিঞাপাড়ার আজিম মিঞার মেয়ে মুনজিলা খাতুন (৭)। ভোর সাড়ে ৬টার দিকে মুনজিলা পার্শ্ববর্তী বাগানে আম কুড়াতে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় মিন্টু পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সাতক্ষীরায় পথচারী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় কলারোয়ায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শওকাত হোসেন (৬২) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলা ব্রজবক্স নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শওকাত হোসেন কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দক্ষিন শ্রীগং গ্রামের মৃত করিম হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী দৃষ্টি পরিবহন কলারোয়া উপজেলার ব্রজাবক্স নামকস্থানে পৌঁছালে পথচারী শওকাত হোসেনকে পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যশোরে ঠিকাদার স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, যশোরে ট্রাকচাপায় হাসান আলী নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী যশোরের মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নিছার আলীর ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসান রাজারহাট বাজারে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। বিএসটিআইয়ের অভিযান বিএসটিআইয়ের উদ্যোগে সোমবার মানিকগঞ্জে আকিজ জর্দ্দা ফ্যাক্টরিতে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি ইনচার্জ রুহুল কুদ্দুসসহ ৩ কর্মকর্তাকে জরিমানা করা হয় এবং ১,৫০০ কার্টন জর্দ্দা ধ্বংস করা হয়। এছাড়া ঢাকা মহানগরীতে বকশিবাজার ও বেগমবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অপরদিকে, কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলায় রাকিব-সামি সোপ ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অভিযান পরিচালনা করা হয়। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাগমারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। -বিজ্ঞপ্তি
×