ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেহেরপুর পৌরসভা

ব্যালট পেপার ছিনতাই ॥ দুই কেন্দ্রে ভোট স্থগিত

প্রকাশিত: ০৬:১৭, ২৬ এপ্রিল ২০১৭

ব্যালট পেপার ছিনতাই ॥ দুই কেন্দ্রে ভোট স্থগিত

সংবাদদাতা, মেহেরপুর, ২৫ এপ্রিল ॥ পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং অফিসার এ নির্দেশনা দেন। ভোটগ্রহণ স্থগিতের কারণ সম্পর্কে গণমাধ্যমের কাছে কিছুই বলেননি প্রিসাইডিং অফিসাররা। তবে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার রোকুনুজ্জামান জানান, রাতে কয়েকজন দুষ্কৃতকারী ওই কেন্দ্র থেকে বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। সিল মারার পর তারা সেগুলো কেন্দ্রে ফিরিয়ে দেয়। বিষয়টি সমন্বয় করতে না পারায় প্রিসাইডিং অফিসার সুব্রত কুমার পাল ও এ কে এম শাহীন কবির তাকে লিখিতভাবে অবহিত করলে সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে রাতেই কেন তারা বিষয়টি তাকে অবহিত করেননি তার কোন জবাব দেননি তিনি। পরবর্তীতে আবারও কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি। এ ঘটনায় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা দুই এস আইকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে। সকাল ৮টায় যথারীতি ভোটগ্রহণ শুরু করলেও মেয়র পদের ব্যালট পেপার সরবরাহ করতে না পারায় ভোটাররা ফিরে যেতে থাকে। বিষয়টি নিয়ে বাইরে হৈচৈ পড়ে যায়। শেষ পর্যন্ত সমন্বয় করতে না পারায় রিটার্নিং অফিসারকে বিষয়টি অবহিত করেন তারা। এরপর ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোটগ্রহণ বন্ধের পর তারা পুলিশ পাহারাই তাদের কক্ষে দরজা লাগিয়ে বসে থাকেন। পরে বেলা ১২টার দিকে ব্যালট পেপারসহ সরঞ্জাম গুছিয়ে নির্বাচন অফিসে ফিরে যান তারা। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) জানান, রাতেই কেন্দ্র থেকে ব্যালট পেপার জোর করে নিয়ে যায় এক প্রার্থীর কর্মীরা। এরপর তারা সিল মারা ব্যালট পেপার সকালে ফিরিয়ে দিয়ে যায়। কেন্দ্রে ভোট গ্রহণের মতো ব্যালট পেপার না থাকায় প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে। তবে এ ঘটনা প্রিসাইডিং অফিসাররা ভোট গ্রহণের আগে কেন জানাননি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
×