ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের সব জেলা রেল নেটওয়ার্কে আনা হবে ॥ মন্ত্রী

প্রকাশিত: ০৬:১৬, ২৬ এপ্রিল ২০১৭

দেশের সব জেলা রেল নেটওয়ার্কে আনা হবে ॥ মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৫ এপ্রিল ॥ রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, দেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে। বিএনপি জামায়াতের আমলে দেশে রেলের কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে উন্নয়ন হয়। মন্ত্রী বলেন, মাগুরায় রেললাইন করার প্রস্তুতি চলছে। খুলনা থেকে দর্শনা রেললাইন ডবল লাইনে উন্নীত করা হবে। এতে রেল ভ্রমণে সময় কম লাগবে ও আরামদায়ক হবে। মঙ্গলবার সকালে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশনে নবনির্মিত প্লাটফর্ম শেট ও হাইলেভেল প্লাটফর্মের উদ্বোধনকালে মন্ত্রী এ সব কথা বলেন। রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ নবী নেওয়াজ এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ের পশ্চিমাঞ্চলের রাজশাহীর মহাব্যবস্থাপক খায়ারুল আলম, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যে বগুড়া জিলা স্কুল মাঠে তিনদিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মঙ্গলবার শুরু হয়েছে। বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ মেলা এমনটি জানালেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক করেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হানা ইসলাম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের অর্থায়নে মেলার আয়োজক জেলা প্রশাসন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করে। সোলার প্যানেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ এপ্রিল ॥ নালিতাবাড়ীতে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বারমারী বাজারের তথ্যসেবা কেন্দ্রে ওই সোলার প্যানেল বিতরণ করা হয়। কাবিটা প্রকল্পের অর্থায়নে পোড়াগাঁও ইউনিয়নের যেসব গ্রামে এখনও বিদ্যুত পৌঁছায়নি বিশেষ করে সীমান্ত এলাকা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র অসহায় পরিবারের মাঝে ৩ লাখ টাকা মূল্যের ইডকল মনোনীত কোম্পানির ২০ ওয়াটের ৩০টি সোলার প্যানেল সেট বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া, ইউপি সদস্য নুরুল হক, ফিরোজা বেগম প্রমুখ।
×