ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:১৬, ২৬ এপ্রিল ২০১৭

নীলফামারীতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কালবৈশাখী ঝড়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে মাহাবুল (১২) নামে এক শিশু। মঙ্গলবার দুপুরে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়ার বোরো ধানক্ষেত হতে। শিশুটি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। জানা যায়, সোমবার বিকেলে ঘুড়ি ওড়াতে শিশুটি বাড়ি হতে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। তার নিখোঁজে এলাকায় রাতে পরিবারের পক্ষে মাইকযোগে প্রচারও চালানো হয়। মঙ্গলবার দুপুরে গ্রামবাসী বাড়ির অদূরে ধানক্ষেতে কালবৈখাশী ঝড়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার জড়ানো অবস্থায় মাহাবুলের মরদেহ দেখতে পায়। সোমবার ভোরে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলে সংশ্লিষ্টরা তা মেরামত কিংবা সঞ্চালনলাইন বন্ধ না করায় এমনটি ঘটেছে বলে অভিযোগ করে গ্রামবাসী। কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ এপ্রিল ॥ কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার প্রবাসী লাল মাহমুদের ছেলে নীরব (৫) এবং প্রবাসী দুলাল মিয়ার ছেলে জাহিদ (৪)। জানা যায়, মঙ্গলবার দুপুরে নীরব ও জাহিদ খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অভিভাবকরা খোঁজাখুঁজির পর না পেয়ে লোকজনের কাছে জানতে পেরে দুই শিশুকে পানি থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল ইসলাম (৪০)। মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইদুল এ উপজেলার আমলা ইউনিয়নের ছোয়ানীপাড়া এলাকার মৃত ফাতের আলীর ছেলে। পুলিশ বলছে, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে কালিতলা বাজারে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাইদুল পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সে মৃগীরোগী ছিল। পরে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
×