ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁদাবাজদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৫, ২৬ এপ্রিল ২০১৭

চাঁদাবাজদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৫ এপ্রিল ॥ ছাত্রলীগ নামধারী বোমাবাজ, চাঁদাবাজ, মাদকাসক্ত, ইয়াবা বিক্রেতা নিরীহ মানুষের উপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের ও এ সংক্রান্ত মামলার তালিকাভুক্ত আসামিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার লাউখোলা বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বেলা ১১টায় জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন আওয়ামী লীগ এবং গঙ্গানগর বাজার কমিটি ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ২ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ ৫ সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। জাজিরা উপজেলা আওয়ামী লীগ, গঙ্গানগর বাজার বণিক সমিতি, লাউখোলা বাজার বণিক সমিতি ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করে একাত্মতা প্রকাশ করেছেন। মানববন্ধন শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ সমাবেশ করে। মূলনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চোকিদার, জাজিরা পৌর মেয়র ইউনুছ ব্যাপারী, সাবেক মেয়র মোঃ আবুল খায়ের ফকির ও ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী। জামালপুরে রেলভূমি দখলমুক্ত নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৫ এপ্রিল ॥ অবৈধদখলদার উচ্ছেদ ও রেলওয়ের লেভেল ক্রসিং এলাকাকে নিরাপদ যানবাহন চলাচলের জন্য জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় রেলওয়ে কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ও রেলওয়ের ঢাকা অঞ্চলের ভূমি ও ইমরাত বিভাগের ভূ-সম্পত্তি সহকারী কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মোহাম্মদ অহিদুন নবীর নেতৃত্বে মঙ্গলবার সকালে শহরের শেখেরভিটায় রেলওয়ে লেভেল ক্রসিং ও এর দুই পাশে রেলওয়ের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
×