ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাঙ্গাবালীতে জেলেদের কার্ড বিতরণে অর্থ আদায়

প্রকাশিত: ০৬:১৪, ২৬ এপ্রিল ২০১৭

রাঙ্গাবালীতে জেলেদের কার্ড বিতরণে অর্থ আদায়

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুই ইউনিয়নে বিনামূল্যে জেলেদের আইডি কার্ড (পরিচয়পত্র) বিতরণে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। এ কার্ড বিতরণে ১শ’ থেকে ৫শ’ টাকা পর্যন্ত আদায় করছেন সংশ্লিষ্টরা। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে উপজেলার ১০ হাজার ৯৫৫ নিবন্ধিত জেলের মাঝে আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত সব এলাকায় আইডি কার্ড বিতরণ করা হয়নি। স্থানীয় জেলেরা জানায়, গত মাস থেকে রাঙ্গাবালী ইউনিয়নের জেলেদের কার্ড উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বিতরণ শুরু হয়। ওখান থেকে কার্ড সংগ্রহ করতে হলে ওই কার্যালয়ের ক্ষেত্র সহকারী মনিরুল ইসলামকে কার্ডপ্রতি এক শ’ টাকা দিতে হয়। অপরদিকে সোমবার থেকে চরমোন্তাজ ইউনিয়নের কার্ড বিতরণ শুরু হয়। ওই ইউনিয়নের জেলেরা এ কার্ড পেতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ মিয়ার ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলামকে ৩-৫শ’ টাকা দিতে হচ্ছে। রাঙ্গাবালীর সামুদাফাৎ গ্রামের জেলে রুহুল হোসেন জানান, মৎস্য অফিসের মনির স্যারের কাছে এক শ’ টাকা দিয়ে কার্ড আনতে হয়েছে। সবাই তাকে টাকা দিয়ে কার্ড আনে। চরমোন্তাজ সøুইস বাজার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জেলে জাহাঙ্গীর সরদার, জামাল সরদার ও মঙ্গল সরদার বলেন, জেলেদের কার্ড সংগ্রহ করতে চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলামকে ৩-৫শ’ টাকা দিতে হয়। টাকা না দিলে কার্ড দেয় না। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্বে) মোজাম্মেল হোসেন জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলে কার্ড বিতরণ করা হয়। রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সামনে ক্ষেত্র সহকারী মনিরুল কার্ড বিতরণ করেছে। এছাড়া চরমোন্তাজ ইউনিয়নের কার্ড বিতরণ বন্ধ করা হয়েছে।
×