ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে চালু হলো গ্লকোমা ক্লিনিক

প্রকাশিত: ০৬:১৩, ২৬ এপ্রিল ২০১৭

বিএসএমএমইউতে চালু হলো গ্লকোমা ক্লিনিক

চোখের নীরব ঘাতক গ্লকোমা রোগের সুচিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের ৩ তলায় গ্লকোমা ক্লিনিক চালু করা হয়েছে। এর ফলে গ্লকোমা রোগে আক্রান্ত রোগীরা এখন সহজেই যথাযথ চিকিৎসাসেবা পাবেন এবং কোন মানুষ এ রোগে আক্রান্ত কি না, সেই পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গ্লকোমা ক্লিনিকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল্লাহ আল হারুন, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ জাফর খালেদ, অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কমিউনিটি অফথালমোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ আবদুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন। আমেরিকান সেনাবাহিনীর ৬ সার্জন ও এনেসথেশিওলজিস্টের, উপাচার্যের সঙ্গে সাক্ষাত বিএসএমএমইউ-এর ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টারের আমন্ত্রণে আমেরিকান সেনাবাহিনীর ৬ জন সার্জন ও এনেসথেশিওলজিস্ট বর্তমানে বাংলাদেশ সফর করছেন। মহিলাদের ফিস্টুলা, জরায়ু নেমে যাওয়া ইত্যাদি বিষয়ে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের দক্ষতা বিনিময় কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ ও সার্জারি কার্যক্রমে অংশ নিচ্ছেন। হনলুলু হাওয়াইতে অবস্থিত ট্রিপলার আর্মি একাডেমির কর্নেল ডাঃ এ্যালানের নেতৃত্বে এই দলে রয়েছেন স্ত্রীরোগ জনিত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ চার্লস, ইউরোলজিস্ট ডাঃ জন মুসার, ইউরোলজিস্ট ডাঃ ক্যাথেরিন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ন্যান্সি, এনেসথেশিওলজিস্ট ডাঃ টড এনটন ২৭ এপ্রিল পর্যন্ত সার্জনদের এই দলটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্ত্রীরোগ জনিত অপারেশন করবেন। ২৫ এপ্রিল সার্জনদের দলটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। -বিজ্ঞপ্তি
×