ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রকাশিত: ০৬:১৩, ২৬ এপ্রিল ২০১৭

প্রকাশিত খবরের প্রতিবাদ

গত ২৩ এপ্রিল দৈনিক জনকণ্ঠের তৃতীয় পৃষ্ঠায় ‘সেই উপসচিবের থলের বিড়াল বেরিয়ে এসেছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের উপসচিব মোঃ আফজাল-উর-রহমান। মঙ্গলবার পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, জনকণ্ঠে প্রকাশিত ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই এবং যে অভিযোগকারীর নাম উল্লেখ করা হয়েছে প্রকৃত পক্ষে ঢাকা আইনজীবী সমিতিতে ওই নাম ও ঠিকানায় কোন আইনজীবী নেই। তিনি বলেন, এ্যাডভোকেট মোঃ ফরিদ নামে এক ব্যক্তি ঢাকা আইনজীবী সমিতির এ্যাডভোকেট পরিচয় দিয়ে এর আগে বার কাউন্সিলেও অভিযোগ দাখিল করেছিলেন। তবে বার কাউন্সিল কর্তৃপক্ষ খোঁজ খবর নিয়ে ওই আইনজীবীর অস্তিত্ব খুঁজে পায়নি। ফলে ওই চিঠিকেও একটি উড়ো চিঠি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবেদনটি ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, জনকণ্ঠের প্রতিবেদনে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। একটি মহল দীর্ঘদিন যাবৎ বার কাউন্সিল ও আমার সুনাম ক্ষুণœ করতে নামে-বেনামে বিভিন্ন স্থানে অভিযোগ দাখিল করে আসছে। প্রকৃত তথ্য হচ্ছে বার কাউন্সিলের কোন কর্মকর্তা ও কর্মচারীর নিজের ইচ্ছামতো কর্মকা- পরিচালনার সুযোগ বা ক্ষমতা নেই। কারণ বার কাউন্সিলের সমস্ত কর্মকা- বিভিন্ন কমিটি এবং কাউন্সিলের সিদ্ধান্তের রেজুলেশন দ্বারা পরিচালিত হয় এবং এখানে প্রতিটি অর্থ ব্যয়ে কঠোর জবাবদিহিতা রয়েছে। এছাড়া বার কাউন্সিলে কোন কর্মকর্তা তথ্য গোপন করে চাকরিতে বহাল আছেন এমন নজির নেই। ফলে আমাকে জড়িয়ে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ওই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
×