ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোপের বাজারে টিএমএসএস

প্রকাশিত: ০৫:২৯, ২৬ এপ্রিল ২০১৭

ইউরোপের বাজারে টিএমএসএস

সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন সিমবায়োটিক এসএ নামক প্রতিষ্ঠানের সঙ্গে টিএমএসএসের গত বুধবার ঢাকায় এক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে ইউরোপের অর্থবাজারে টিএমএসএস প্রথম প্রবেশ করল। চুক্তি স্বাক্ষরকালে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিসেবে প্রতিশ্রুত ১৭ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১০ মিলিয়ন ডলার জামানত বিহীন অর্থায়ন চুক্তিনামা স্বাক্ষরিত হয়েছে। টিএমএসএসের ৩৭ বছরের কর্মকালে এই প্রথম উন্নত দেশের মূলধন বাজারে পদার্পণ করল। -বিজ্ঞপ্তি রামপালে যন্ত্রপাতি সরবরাহে রফতানি আদেশ রামপাল কয়লাভিত্তক তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণে যন্ত্রপাতি সরবরাহের জন্য প্রায় ১০ হাজার কোটি রুপী বা ১২ হাজার ৮৯৭ কোটি টাকার রফতানি আদেশ পেয়েছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (বিএইচইএল)। মঙ্গলবার ভারতের দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন বিএইচইএলের বরাত দিয়ে বলা হয়েছে, তারা ইতিহাসের সব চেয়ে বড় রফতানি আদেশ পেয়েছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক নিলামের মাধ্যমে ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) কাছে থেকে এই রফতানি আদেশ পাওয়া গেছে। উল্লেখ, বিআইএফপিসিএল ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) একটি যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান। রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার বিদ্যুত প্রকল্প নির্মাণে ২০১২ সালের অক্টোবরে বিপিডিবি ও বিআইএফপিসিএল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। -অর্থনৈতিক রিপোর্টার
×