ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন

প্রকাশিত: ০৫:২৪, ২৬ এপ্রিল ২০১৭

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন

উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্র অথবা পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে এমন আশঙ্কার মুখে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় উপস্থিত হয়েছে। ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউএসএস মিশিগান সাবমেরিনটি কোরীয় উপদ্বীপের দিকে আসতে থাকা ক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন নৌবহরের সঙ্গে যোগ দেবে। খবর বিবিসির। মঙ্গলবার উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠা দিবস। এর আগে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেশটি দিবসটি উদ্্যাপন করেছিল। ইউএসএস মিশিগান সাবমেরিনে ১৫৪টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ৬০ জন বিশেষ অভিযানের জন্য প্রশিক্ষিত সেনা ও মিনি-সাব ক্রু রয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চোসুন ইলবো এক প্রতিবেদনে জানিয়েছে। এই সাবমেরিনটি কার্ল ভিনসন নৌবহরের সঙ্গে একটি সামরিক মহড়ায় অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। নির্দেশ পাওয়ার পরপরই কোরীয় উপদ্বীপের দিকে রওনা না হওয়ায় কার্ল ভিনসন নৌবহরকে নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। ট্রাম্পের জনপ্রিয়তায় ধস মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম একশ’ দিনে জনসমর্থন কমার ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে এবং ১৯৪৫ সালের পর আর কোন মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন প্রথম একশ’ দিনে এতটা নিচে নেমে আসেনি। ক্ষমতায় থাকার প্রথম ১০০ দিন পর ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার জনপ্রিয়তা ৬৯ শতাংশ ছিল। -ওয়াশিংটন পোস্ট সাত বছরের শিশু চ্যাম্পিয়ন সাফল্যের পথে বয়স কোন বাধাই নয়। আর তা আরও একবার প্রমাণ করল সাত বছরের এই ছোট্ট ছেলেটি। জাতীয় স্তরে যোগ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নজির গড়ল ভারতীয় বংশোদ্ভূত এই ছোট্ট কিশোর, তার নাম ঈশ্বর। গত ২২ এপ্রিল লন্ডনে এই যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র যোগ স্পোর্টস ফেডারেশন। গ্লোবাল যোগ ম্যাগাজিন এই খুদেকে ‘Youngest wonder boy’-র তকমা দিয়েছে। -ইন্ডিয়া টাইমস
×