ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া বিষয়ে বক্তব্য রাখবেন ট্রাম্প

সিনেটের সব সদস্যকে হোয়াইট হাউসে তলব

প্রকাশিত: ০৫:২৩, ২৬ এপ্রিল ২০১৭

সিনেটের সব সদস্যকে হোয়াইট হাউসে তলব

উত্তর কোরিয়ার বিষয়ে ব্রিফিং দিতে মার্কিন সিনেটের সব সদস্যকে হোয়াইট হাউসে তলব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠেয় ব্রিফিংয়ে সিনেটের ১০০ সদস্যের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস উপস্থিত থাকবেন। খবর নিউইয়র্ক টাইমস ও বিবিসির। হোয়াইট হাউসের কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা ইস্যুতে ব্রিফ করার জন্য নিয়মিত কংগ্রেসে যাতায়াত করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে গোটা সিনেটকে হোয়াইট হাউসে ডেকে নেয়ার ঘটনা এটাই প্রথম। উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়ে সম্প্রতি ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলা চালানোরও হুমকি দিয়েছে। এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য নিরাপত্তা পরিষদকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ অবস্থাও গ্রহণযোগ্য নয়। ট্রাম্প বলেন, আমরা এ সম্পর্কে কথা বলতে চাই আর না চাই, এটা বিশ্বের জন্য সত্যিকারের হুমকি। উত্তর কোরিয়া বিশ্বের জন্য বড় হুমকি এবং এটা এমন সমস্যা যা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে। কোরীয় উপদ্বীপে তীব্র উত্তেজনার মধ্যেই সম্প্রতি উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীন উভয় দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। তিনি বলেন, উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ নেয়া থেকে উভয়পক্ষকে বিরত থাকতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, উত্তর কোরিয়ার ‘অব্যাহত যুদ্ধংদেহী মনোভাব’ কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলছে। তবে এ ব্রিফিংয়ে উত্তর কোরিয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন কী সিদ্ধান্ত জানায় তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পর্যবেক্ষক মহল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থা যখন বিরাজ করছে কোরিয়া উপদ্বীপে তখন নিজেদের সামরিক শক্তি তুলে ধরার চেষ্টা করে উত্তর কোরিয়া। ওই সামরিক প্রদর্শনীতে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রসহ আরেকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো জনসমক্ষে তুলে ধরা হয়। এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র।
×