ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ ॥ ১৩ জেলায় কর্মসূচী

প্রকাশিত: ০৯:০৮, ২৫ এপ্রিল ২০১৭

বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ ॥ ১৩ জেলায় কর্মসূচী

আজ মঙ্গলবার ২৫ এপ্রিল, বিশ্ব ম্যালেরিয়া দিবস। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘চিরদিনের জন্য ম্যালেরিয়া নির্মূল করুন।’ এ উপলক্ষে সরকারী-বেসরকারী উদ্যোগে ম্যালেরিয়াপ্রবণ ১৩ জেলা এবং ৭০ উপজেলার ৬২০টি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। খবর বাসসর। জানা গেছে, ২০১৪ সালে ৯৭টি দেশ ও অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটেছিল। বাংলাদেশের ১৩টি জেলার ৭১টি উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব সর্বাধিক। প্রতিবছর ম্যালেরিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুর হার শতকরা প্রায় ৯৮ ভাগ। সীমান্তবর্তী ১৩টি জেলার মধ্যে রয়েছেÑ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও কুড়িগ্রাম। তবে এর মধ্যে শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানÑএই তিন জেলায় ম্যালেরিয়া আক্রান্তের মোট ৯৩ শতাংশ ঘটে থাকে।
×