ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায়

যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ০৮:৪৫, ২৫ এপ্রিল ২০১৭

যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ সাভারে জামান ইয়াসিন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আতাউর মৃধা ও মোঃ আনোয়ার হোসেনকে আমৃত্যু কারাদ- দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আপীল বিভাগ পূর্ণাঙ্গ রায়ে বলেছে, যাবজ্জীবন কারাদ- অর্থ আমৃত্যু কারাদ-। কোন মামলায় আপীল বিভাগ বা হাইকোর্ট বিভাগ মৃত্যুদ-ের সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদ- দেন তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে। আদালতের এ রায়ের কপি পাওয়ার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাপর আসামির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শককে বলা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্য বিশিষ্ট আপীল বিভাগ এ পূর্ণাঙ্গ রায় দেন। অবকাশকালীন সময়ে সোমবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে (িি.িংঁঢ়ৎবসবপড়ঁৎঃ.মড়া.নফ) ৯২ পৃষ্ঠার ওই রায়টি প্রকাশ করা হয়। আপীল বিভাগে অন্য বিচারপতিগণ হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসাইন হায়দার। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আদালত আসামিদের সাজা কমিয়ে আমৃত্যু কারাদ- দেন। আপীল বিভাগ থেকে প্রকাশ করা পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, দ-বিধির ৩০২ ধারা অনুযায়ী দোষী ব্যক্তি মৃত্যুদ-ে দ-িত হবে এটাই বিধান। এক্ষেত্রে যাবজ্জীবন কারাদ-টা হচ্ছে ব্যতিক্রম। যখন এ ধরনের পরিস্থিতিতে কাউকে মৃত্যুদ-ের পরিবর্তে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়, তখন অবশ্যই এর কারণ উল্লেখ করতে হয়। দ-বিধির ৫৩ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদ-ের অর্থ ৪৫ ধারার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জানা যায়, ২০০১ সালের ১৬ ডিসেম্বর জামান ইয়াসিনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যার ঘটনায় জামানের পিতা মোঃ সিরাজুল ইসলাম সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, চারবাগ মাদ্রাসার সামনে গুলি করে তাকে হত্যা করা হয়। ২০০৩ সালের ১৫ অক্টোবর ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিন আসামিকে মৃত্যুদ- প্রদান করেন। ডেথ রেফারেন্স ও আপীলের শুনানি শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ আপীল খারিজ করে দিয়ে তিন আসামির মৃত্যুদ- বহাল রাখেন।
×