ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিবন্ধিত ৮ লাখ ব্যবসায়ীর মধ্যে ভ্যাট রিটার্ন দেন মাত্র ৩৫ হাজার ॥ সালমান

প্রকাশিত: ০৮:২১, ২৫ এপ্রিল ২০১৭

নিবন্ধিত ৮ লাখ ব্যবসায়ীর মধ্যে ভ্যাট রিটার্ন দেন মাত্র ৩৫ হাজার ॥ সালমান

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান বলেছেন, নিবন্ধিত ৮ লাখ ব্যবসায়ীর মধ্যে মাত্র ৩৫ হাজার ব্যবসায়ী ভ্যাট রিটার্ন দাখিল করেন, যা অত্যন্ত লজ্জাজনক। তার মানে বিদ্যমান ভ্যাট আইনে কোন সমস্যা আছে। তবে নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীরা অনেক লাভবান হবেন। এ আইনে সবচেয়ে বেশি রিফান্ড পাওয়া যাবে। নতুন ভ্যাট আইন সম্পর্কে যেসব ব্যবসায়ী সচেতন তাদের উচিত অন্য ব্যবসায়ীদের এই আইন সম্পর্কে আরও বেশি সচেতন করে তোলা। ১ জুলাই নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর প্রথম ৩ থেকে ৪ মাস কিছু সমস্যা সৃষ্টি হতে পারে জানিয়ে তিনি বলেন, আমাদের ভয় ২ জুলাই থেকে মাঠ পর্যায়ের ভ্যাট কর্মকর্তারা নাজানি আমাদের মুখের ওপর নতুন আইন দেখায়। আমাদের ভয়টা এখানে। এটা ঠিক হতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে। এই ৩-৪ মাস ভ্যাট কর্মচারীরা যেন নমনীয় হয়। তারা যদি নমনীয় আচরণ করেন তাহলে নতুন ভ্যাট আইন কার্যকর করতে সমস্যা হবে না। সোমবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়োজিত রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বৃহত করদাতারা মুক্ত আলোচনায় অংশ নিয়ে নতুন ভ্যাট আইন সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। সালমান এফ রহমান বলেন, যেহেতু নতুন আইন আসছে, ট্রানজেকশন নিয়ে প্রথমে কিছু সমস্যা হতে পারে। ট্রানজেকশন যেন সহজ ও সুচারু হয়। তিনি বলেন, ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করার পর নতুন আইন বাস্তবায়নে তিনি আরও দুই বছর সময় দেন। এই দুই বছরে এনবিআর বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছে, জনগণকে সচেতন করেছে। সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, নতুন ভ্যাট আইন হবে মসৃণ, স্বচ্ছ ও চকচকে। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ভ্যাট অনলাইন প্রকল্প ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, এনবিআরের সর্বশেষ নতুন উদ্ভাবন ভ্যাট যাত্রা। আমি যখন যেখানে যাচ্ছি নতুন ভ্যাট আইন সম্পর্কে সবাইকে সচেতন করে তুলছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনবিআরের শুল্কনীতি (সদস্য) লুৎফর রহমান, মূসকনীতির ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, বদরুজ্জামান মুন্সি ও এলটিইউর কমিশনার মোঃ মতিউর রহমান। মুক্ত আলোচনায় বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
×