ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোঃ রাছেল রানা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫০, ২৫ এপ্রিল ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জেএসসি পরীক্ষার প্রস্তুতি

সহকারী শিক্ষক (আইসিটি) কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় (ডবল শিফট) কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। ও পরীক্ষক ও মাস্টার ট্রেইনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। মোবাইল -০১৭১১৯০১০৯৫ ই-মেইল- ৎরঃ.নফহবঃ@ুধযড়ড়.পড়স ১. ডিজিটাল কন্টেন্ট কী আকারে বিরাজ করে? (ক) অ্যানালগ উপাত্ত (খ) সংখ্যা আকারে (গ) ডিজিটাল উপাত্ত আকারে (ঘ) ই-বুক ২. ব্লগ পোস্ট কী ধরনের কন্টেন্ট? (ক) শব্দ (খ) এনিমেশন (গ) চিত্র (ঘ) লিখিত কন্টেন্ট ৩. এনিমেটেড কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? (ক) শব্দ (খ) অডিও (গ) এনিমেশন (ঘ) ছবি ৪. ভিডিও স্ট্রিমিং হলো- (ক) ডেটাবেজ তৈরী (খ) ওয়েবসাইটে কোন ভিডিওর সরাসরি প্রচার (গ) এনিমেটেড ছবি তৈরী (ঘ) ভিডিওতে শব্দ যোগ করা ৫. যে কোন বিষয়ের অডিও ফাইল কোন ধারার কন্টেন্টের অন্তর্ভুক্ত? (ক) ভিডিও (খ) টেক্সট (গ) এনিমেটেড (ঘ) শব্দ ৬. কম্পিউটারে শতশত কাজ রয়েছে। যেমন- র. মোবাইল রর. ব্যাংকিং ররর. কল সেন্টার নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও রর ও ররর ৭. কিন্ডল রিডার কোনটির অন্তর্ভুক্ত (ক) ফেসবুক (খ) আমাজান (গ) গুগল (ঘ) টুইটার ৮. ঐঞগখ এর পূর্ণরুপ কোনটি? (ক) ঐুঢ়বৎ ঞৎধরহরহম গধৎশ-ঁঢ় খধহমঁধমব (খ) ঐুঢ়বৎ ঞবীঃ গধৎশ-ঁঢ় খধহমঁধমব (গ) ঐুঢ়বৎ ঞবীঃ গধহধমবসবহঃ খধহমঁধমব (ঘ) ঐুঢ়বৎ ঞযড়ঁমযঃ গধৎশ-ঁঢ় খধহমঁধমব ৯. কোনটি ই-বুক প্রকাশের ফরমেট? (ক) উইঝ (খ) ঔচএ (গ) ঊচটই (ঘ) চচঞ ১০. ই-বুকের এ্যপাস কী আকারে প্রকাশিত হয়? (ক) পিডিএফ আকারে (খ) ওয়েবসাইট আকারে (গ) অ্যাপস আকারে (ঘ) ডাউনলোড আকারে ১১. ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার হয়? (ক) ওপেন (খ) পিডিএফ (গ) ডাউনলোড (ঘ) ফ্রিল্যান্স ১২. কোন লেখকের লেখার অধিকার রক্ষায় কোন আইন রয়েছে? (ক) মানবধিকার আইন (খ) ক্রিমিনাল আইন (গ) কপিরাইট আইন (ঘ) হ্যাকার আইন ১৩. ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বেশির ভাগ কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করে? (ক) কম্পিউটার (খ) মোবাইল ফোন (গ) ল্যাপটপ (ঘ) আইপ্যাড ১৪. ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়? (ক) মোবাইল (খ) ই-বুক (গ) আইসিটি (ঘ) ইন্টারনেট ১৫. ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন? (ক) কৃষি (খ) আইসিটি (গ) স্বাস্থ্য (ঘ) দর্শন উত্তরঃ- ১-গ, ২-ঘ, ৩-ঘ, ৪-খ, ৫-ঘ, ৬-ক, ৭-খ, ৮-খ, ৯-গ, ১০-গ, ১১-গ, ১২-গ, ১৩-খ, ১৪-গ, ১৫-খ।
×