ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিটিভিতে আজ ‘শিল্প প্রাঙ্গণ’

প্রকাশিত: ০৬:৪০, ২৫ এপ্রিল ২০১৭

বিটিভিতে আজ ‘শিল্প প্রাঙ্গণ’

সংস্কৃতি ডেস্ক ॥ ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘শিল্প প্রাঙ্গণ’ অনুষ্ঠানটি বিটিভিতে নিয়মিত প্রচার হয়। শিল্প-সংস্কৃতিবিষয়ক এই অনুষ্ঠানের একেকটি পর্ব নির্মিত হয় একেকটি শিল্পের উপর। তারই ধারাবাহিকতায় এই পর্বটি নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র শিল্প নিয়ে। গত রবিবার দিনব্যাপী অনুষ্ঠানটির ধারণ কাজ চলে বিএফডিসির বিভিন্ন স্থানে। বিএফডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও চলচ্চিত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে এই পর্বে কথা বলেছেন চলচ্চিত্রশিল্পী অঞ্জনা, ওমর সানী, নাসরিন, পরিচালক শাহীন সুমন, সেট নির্মাতা কলমতর, বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার প্রমুখ। সোনিয়া পারভীন শাপলার পরিকল্পনা এবং মামুন মাহমুদের প্রযোজনায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে ‘শিল্প প্রাঙ্গণ’ প্রচার হবে আজ দুপুর ১-৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেনÑ আমরা গতানুগতিক বিষয়ের বাইরের বিষয়গুলোকে উপস্থাপন করতে চেষ্টা করেছি। আশা করি পর্বটি দেখলে দর্শক চলচ্চিত্র শিল্প বিষয়ে অন্যরকম কিছু জানতে পারবেন।
×