ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শারাপোভার ফেরায় বিভক্ত টেনিস!

প্রকাশিত: ০৬:৩১, ২৫ এপ্রিল ২০১৭

শারাপোভার ফেরায় বিভক্ত টেনিস!

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা শেষ করে টেনিসে ফিরছেন মারিয়া শারাপোভা। নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই স্টুটগার্ট টুর্নামেন্ট দিয়ে নতুন শুরু করতে যাচ্ছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। তবে নির্বাসন কাটিয়ে আবারও তার কোর্টে ফেরা নিয়ে ইতোমধ্যেই দুইভাবে বিভক্ত হয়ে গেছে টেনিস। কেউ মাশার ফেরাটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখলেও অনেকেই আবার তুমুল সমালোচনা করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকার। মারিয়া শারাপোভার বিরোধিতা করে মন্তব্য করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, এ্যাঞ্জেলিক কারবার, এ্যান্ডি মারে, জো উইলফ্রেইড সোঙ্গা এমনকি ডোমিনিকা সিবুলকোভাও। ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি বলেন, ‘আমার মতে নৈতিক দিক দিয়ে এটা অসমর্থনীয়। সে কে সেটা আমার কাছে দেখার বিষয় নয়। একজন খেলোয়াড় নিষেধাজ্ঞা থেকে ফেরার সপ্তাহেই কিভাবে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে তা সত্যিই সন্দেহজনক। আমি বলব অন্য খেলোয়াড়দের জন্য এটা খুবই অসম্মানজনক।’ পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাও মানতে পারছেন না তা। তার মতে ‘এই ধরনের টুর্নামেন্টে তারাই আবেদন করবে যারা চোট, অসুস্থতা কিংবা টানা ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে র‌্যাঙ্কিংয়ের নিচের দিকে পড়ে গেছে। অবশ্যই যারা ডোপিংয়ের নিষেধাজ্ঞা থেকে ফিরবে তাদের জন্য নয়। মারিয়া শারাপোভার উচিত অন্য কোনভাবে নিজেকে কোর্টে ফেরানো। ছোট টুর্নামেন্টে খেলেও তা করতে পারে সে।’ বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এ্যাঞ্জেলিক কারবার। এটাকে তিনি অদ্ভুত বলে মন্তব্য করেছেন কারবার। এ বিষয়ে জার্মান তারকা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটা জার্মানির টুর্নামেন্ট। আমাদের জার্মানিতে অনেক ভালমানের খেলোয়াড় রয়েছে। তাই এখানে শারাপোভার খেলাটা আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছে। এটা অনেক খেলোয়াড়ের কাছেও বিব্রতকর মনে হবে যে, বুধবার সে এখানে খেলবে এবং পাশাপাশি হাঁটবে।’ সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা বলেন, ‘এটা কেবল শারাপোভা বলেই নয় বরং ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া প্রতিটি খেলোয়াড়েরই উচিত হবে শূন্য থেকে শুরু করা।’ পুরুষ এককে বর্তমানে শীর্ষে অবস্থান করছেন এ্যান্ডি মারে। তিনিও সমালোচনা করেছেন শারাপোভাকে আমন্ত্রণপত্র দেয়া আয়োজক কর্তৃপক্ষের। এ বিষয়ে গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা বলেন, ‘ফেরার জন্য অবশ্যই তার কঠোর পরিশ্রম করা উচিত। কিন্তু বাস্তবে অতিরিক্ত টিকেট বিক্রির জন্যই আয়োজক কর্তৃপক্ষ বড় বড় নামগুলোকে আমন্ত্রণপত্র পাঠাচ্ছে।’ সোঙ্গা বলেন, ‘সত্যি বলতে এটা আসলে ভুল করা একটি শিশুকে ক্যান্ডি কিনে দেয়ার মতোই ব্যাপার।’ তবে অনেকেই আবার স্টুটগার্ট ওপেন দিয়ে শারাপোভার ফেরাটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। তাদের মধ্যে ভিক্টোরিয়া আজারেঙ্কা অন্যতম। এ বিষয়ে বেলারুশ সুন্দরী বলেন, ‘আমি মনে করি এটা টেনিসের জন্যই ভাল। তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তাই এটা স্বাভাবিকভাবেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে সে কিভাবে ফিরছে। তাই এটা বিনোদনের জন্যও ভাল।’ সাতটি গ্র্যান্ডসøামের মালিক ভেনাস উইলিয়ামস বলেন, ‘এটা আসলে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তবে তার খেলায় ফেরাটা নিঃসন্দেহেই টেনিসের জন্য ভাল হবে।’ জুয়ান মার্টিন ডেল পোত্রো তো শারাপোভার ফেরা দেখতে মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি তার ফেরাটা গোটা টেনিস বিশ্বই উপভোগ করবে। প্রত্যেকেই তারজন্য অপেক্ষা করছে।’
×