ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৮, ২৫ এপ্রিল ২০১৭

টুকরো খবর

হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার খোলাবোনায় আবদুল্লাহ আল মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদ- ও একজনের ১০ বছরের কারাদ-াদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা দেন। দ-প্রাপ্তরা হলেন- আজাদ আলী, কাবিল হোসেন ও সাজ্জাদ হোসেন। এর মধ্যে আজাদ ও কাবিলের যাবজ্জীবন কারাদ, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা দেয়া হয়। অপর আসামি সাজ্জাদ হোসেনের ১০ বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের সাজা দেন বিচারক। উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ অক্টোবর ঈদ-উল-আজহার দিন পবার খোলাবোনা এলাকার মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে আবদুল্লাহ আল মামুনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। দুই জেএমবি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৪ এপ্রিল ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ দিনাজপুরের ঘোড়াঘাট থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুই নব্য জেএমবি সারওয়ার-তামিম গ্রুপের সদস্য বলে র‌্যাব দাবি করেছে। রবিবার গভীর রাতে ঘোড়াঘাটের রানীগঞ্জ রামেশ্যাপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সেলিম ও একই উপজেলার মাশরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে খাদেমুল ইসলাম। সোমবার বেলা সাড়ে ১১টায় রংপুর র‌্যাব-১৩ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক এটিএম আতিকুল্ল্যাহ জানান, সেলিম আত্মগোপনে থেকে এলাকায় চাঁদা ও কর্মী সংগ্রহ এবং জেএমবির প্রচার চালাতেন। অপরদিকে খাদেমুল পূর্বের লম্বা চুল ও দাড়ি কেটে বেশভূষা পরিবর্তন করে ঢাকায় অবস্থান করতেন এবং মাঝে মাঝে গোপনে নিজ এলাকায় এসে সাংগঠনিক কার্যক্রম চালাতেন। তিনি বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খাদেমুল এলাকায় এসে সেলিমের সঙ্গে সাংগঠনিক বিষয়ে গোপন বৈঠকে মিলিত হবেন। সে অনুযায়ী রবিবার গভীর রাতে তাদের গ্রেফতার করে। রক্তদহ বিলের ফসল রক্ষায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ এপ্রিল ॥ আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের উঠতি প্রায় ইরি-বোরো ধান তলিয়ে যাওয়া থেকে রক্ষা ও বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত বাঁধ অপসারণের দাবিতে বিলপারের কয়েক গ্রামের কৃষকরা সোমবার দুপুরে মানববন্ধন করেছে। জানা গেছে, উপজেলা রাণীনগরের ঝিনা এলাকায় বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত ক্রসড্যামের কারণে রক্তদহ বিলের প্রায় পাঁচ শত হেক্টর জমির উঠতি ইরি-বোরো ধান টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। এতে আদমদীঘি উপজেলার কদমা, করজবাড়ি, গনিপুর, দমদমা, প্রসাদখালী, সান্দিড়া, ছাতনি, ঢেঁকড়া, ডাঙ্গাপাড়াসহ ১৫ গ্রামের বহু কৃষকের মাঝে হাহাকার পড়ে গেছে। এ কারণে তারা ফসল রক্ষায় আন্দোলনে নেমেছে। এই মানববন্ধনে কয়েক শত ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে অংশ নিয়ে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি সদর ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান ও আবদুল হক প্রমুখ। বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভোলাহাট উপজেলার শিকারি গ্রাম থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গিলাবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক হচ্ছে, ভোলাহাট উপজেলার শিকারি গ্রামের এরফান আলীর ছেলে সাইদুল ইসলাম (২৮)। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিন রেজা জানান, রবিবার রাত দশটার দিকে কয়েক বাংলাদেশী গরু ব্যবসায়ী গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ গুলি করে। এ সময় সাইদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে তার সঙ্গীরা সাইদুলের মৃতদেহ নিয়ে আসে। এ সংবাদ পেয়ে রাত সাড়ে তিনটার দিকে নিহতের বাড়ির সামনে থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ছয় ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৪ এপ্রিল ॥ রাঙ্গামাটি শহরের তবলছড়ি এডিসি হিল এলাকায় রবিবার রাতে অগ্নিকা-ে পাঁচটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। মফিজ নামের এক ব্যক্তির রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত। এতে পাঁচটি ঘর ও একটি দোকান পুড়ে যায়। অজ্ঞান করে ছাত্রীকে ধর্ষণ ॥ লম্পট গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৪ এপ্রিল ॥ বেড়ানোর কথা বলে ফুঁসলিয়ে জয়পুরহাট এনে দূর সম্পর্কের চাচাতো ভাই ধর্ষণ করেছে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে। রবিবার রাতে তাকে মুমূর্ষু অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রবিবার জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় ঘটেছে। রাতেই পুলিশ সুইট নামে ওই লম্পট ধর্ষককে গ্রেফতার করেছে। জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার সময় প্রতিবেশী ও দূর সম্পর্কের চাচাতো ভাই একই এলাকার মোশারফ হোসেনের পুত্র সুইট বেড়ানোর কথা বলে তাকে ফুঁসলিয়ে জয়পুরহাট নিয়ে আসে। জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া মহল্লায় ছেলের আরেক বাড়িতে নিয়ে প্রথমে বিশ্রাম করার কথা বলে। পরবর্তী সময়ে কোমল পানির সঙ্গে চেতনানাশক কিছু খাওয়ানোর পর মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়। কিছুটা জ্ঞান ফেরার পর রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে বাড়িতে পাঠানোর জন্য বিকেলে হিলিগামী বাসে তুলে দেয় সুইট। বাসের মধ্যে অজ্ঞান হয়ে পড়লে বাসের লোকজন প্রথমে হিলি-হাকিমপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রাত সাড়ে ৮টায় ওই ধর্ষিতাকে ভর্তি করা হয়। স্বামী হত্যার দায়ে স্ত্রীর কারাদ- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ এপ্রিল ॥ নাটোরের বড়াইগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রী জেসমিন আরাকে তিন বছরের কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ দ-াদেশ দেন। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ১৮ জুন সকালে বড়াইগ্রাম উত্তরপাড়ায় মোহাম্মদ সেলিম ধারালো হাঁসুয়া দিয়ে তার স্ত্রী জেসমিনকে আঘাত করতে যায়। এতে স্ত্রী হাঁসুয়া কেড়ে নিয়ে সেলিমকে এলোপাতাড়ি কোপ দিলে ঘটনাস্থলেই সেলিম মারা যায়। ডিজি পরিচয়ে শিক্ষকদের কাছে টাকা দাবি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের পরিচয় দিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে মোবাইল ফোনে তদন্তের নামে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে। হাশিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুর রহমান জানান, সোমবার দুপুর ১টায় বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ওয়াহিদুজ্জামানের পরিচয় ব্যবহার করে ০১৭১৭৬৫৮৪১০ নম্বর থেকে ফোন করা হয়। বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং বেতন বিল বন্ধ করে দেয়া হবে এবং তদন্ত করাতে না চাইলে ওই নম্বরে সাড়ে ছয় হাজার টাকা কিছুক্ষণের মধ্যে বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। ধর্ষণ মামলায় ক্লিনিক মালিক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ এপ্রিল ॥ কর্মচারীকে ধর্ষণের অভিযোগে একটি বেসরকারী ক্লিনিক মালিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি শহরের খেয়াঘাট রোডের আনিসুর রহমান হাসপাতালের মালিক। পুলিশ জানান, মিজানুর রহমান তার ক্লিনিকের এক আয়াকে ক্লিনিকের একটি কক্ষে ধর্ষণ করেন। ধর্ষিতা বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন। জানা যায়, মামলার পর থেকে মিজানুর পলাতক ছিল। সোমবার সদর থানা-পুলিশ শহরের সোনাপট্টি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করে। গণপিটুনিতে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় জনতার পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি গরুসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে চকরিয়ার খুটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফরহাদ চকরিয়া সাহারবিল মাইজঘোনা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ডাকাত দল সোমবার ভোরে কক্সবাজার সদরের চৌফলদ-ী নতুন মহাল এলাকার কয়েকটি বসতবাড়ি থেকে গরুর গোয়াল ভেঙ্গে জীপগাড়িযোগে গরু“নিয়ে যাওয়ার সময় রামু জোয়ারিয়ারনালা এলাকায় হাইওয়ে পুলিশের টহল দলের সামনে পড়ে। পুলিশ ধাওয়া দিলে পালাতে গিয়ে খুটাখালী এলাকায় স্থানীয় জনতা তাদের গতিরোধ করে। কয়েক ডাকাত পালিয়ে গেলেও গণপিটুনির শিকার হয়ে মোহাম্মদ ফরহাদ (৩০) নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি। বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪এপ্রিল ॥ বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে সুবল (১৫) নামে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে চকবৈদ্যনাথ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। জানা যায়, চকবৈদ্যনাথ এলাকায় বাইপাস সড়কের পাশে গাছের মরা ডাল সংগ্রহের উদ্দেশে গাছে ওঠে সুবল। এ সময় গাছের পাশে বিদ্যুতের লাইনে জড়িয়ে যায় সে। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুবল।
×