ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৌযান মেরামত কারখানা কাস্টম ঘাট এলাকায় না করার দাবি

প্রকাশিত: ০৬:০৭, ২৫ এপ্রিল ২০১৭

নৌযান মেরামত কারখানা কাস্টম ঘাট এলাকায় না করার দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘নৌযান মেরামত কারখানা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান কাস্টম ঘাটে নয়’ Ñএ সেøাগানে সোমবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। নগরীর পূর্ব প্রান্তে কাস্টম ঘাট থেকে রূপসার দিকে যাওয়ার সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সরকারী এ কারখানা ও প্রশিক্ষণ কেন্দ্র অন্য কোন জায়গায় স্থাপনের দাবি জানানো হয়। স্থানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তার খলিফার সভাপতিত্বে মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেনÑ খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি কাজি আমিনুল হক, খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি তসলিম আহমেদ আশা, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুব কায়সার, খুলনা চেম্বারের পরিচালক মফিদুল হক টুটুলসহ এলাকার ব্যবসায়ীরা। মানববন্ধনে বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। রৌমারীতে বন্যহাতির তা-ব স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলা সীমান্ত এলাকায় রাতের আঁধারে আবারও ভারতীয় বন্যহারি দল প্রবেশ করে ধান, সবজি ও কালাই ক্ষেতসহ বিভিন্ন ফসলের ওপর তা-ব চালিয়েছে। এ অবস্থায় সীমান্ত এলাকায় বাড়িঘরে বন্যহাতির হামলার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। এলাকাবাসী জানায়, রবিবার রাত ৮ টার দিকে ভারতের কালাইয়েরচর পাহাড়ী এলাকা থেকে ৫০/৬০টি ভারতীয় বুনো হাতির একটি দল ১০৭২ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর এলাকায় প্রবেশ করে। এসময় বন্যহাতির দলটি আলগারচর সীমান্তে প্রবেশ করে ফসলের ক্ষতি করতে করতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। হাতির দল প্রবেশ করায় সীমান্ত এলাকার মানুষ ঘরবাড়ি ও জানমালের ক্ষতির আশঙ্কায় রাতভর আগুন জ্বালিয়ে ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে ভোররাতে হাতির দলটি সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। বিজ্ঞানমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ এপ্রিল ॥ বগুড়ার আদমদীঘিতে সোমবার দুপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ উৎযাপন উপলক্ষে উপজেলা সদরের ঈশ্বর পূর্ণ জয় (আইপিজে) উচ্চ বিদ্যালয়ে সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা (সম্পদ) কর্মকর্তা আব্দুল্লাহহেল কাফি প্রমুখ। প্লান্ট প্যাথলজি ক্লিনিকের দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) কর্তৃক ‘ফসলের রোগ নির্ণয় ও তার প্রতিকার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রতি উপজেলায় প্লান্ট প্যাথলজি ক্লিনিক স্থাপনের দাবি জানিয়ে বলা হয়, ফসলের রোগ নির্ণয় ও প্রতিকার করতে পারলে ১৫ ভাগ ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। ১৯৭২ সালের পর দেশে ফসলের রোগের সংখ্যা ৩ থেকে ৫ গুণ বেড়েছে বলে কর্মশালায় জানানো হয়।
×