ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছয় হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

প্রকাশিত: ০৬:০৫, ২৫ এপ্রিল ২০১৭

 ছয় হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ এপ্রিল ॥ হলদিয়া ইউনিয়নের সোমবাড়িয়া বাজার সংলগ্ন হলদিয়া খালের ওপর বাঁশের সাঁকো ৬ হাজার মানুষের ভরসা। জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী ও এলাকার মানুষকে এ সাঁকো দিয়ে পারাপার হতে হয়। দু’যুগের বেশি ব্রিজ নির্মাণের দাবি থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া ইউনিয়নের তিনদিক হলদিয়া ও চিলারখাল বেষ্টিত ৮ নং ওয়ার্ড। ভোটার সংখ্যা ২ হাজার আট শ’। জনসংখ্যা ৬ হাজারের বেশি। চিলা, পূর্বচিলা, উত্তর-পশ্চিম চরচিলা, পালের হাওলা, ঢুঙ্গা ও বাইন্নাপাড়া গ্রাম নিয়ে ৮ নং ওয়ার্ড গঠিত। গ্রামগুলোর বেশিরভাগ মানুষ আমতলী শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম সোমবাড়িয়া বাজার। ওই বাজার সংলগ্ন হলদিয়া খালের বাঁশের সাঁকো দিয়ে মানুষকে পারাপার হতে হয়। এ ওয়ার্ডে নেই কোন ভাল সড়ক। বৃষ্টির মৌসুমে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নিম্নশ্রেণীর মানুষের দুর্ভোগের শেষ নেই। ওই এলাকার ছাত্রছাত্রীদের উত্তর-পশ্চিম চরচিলা, হলদিয়া গুরুদল, মহিষডাঙ্গা, ভায়লাবুনিয়া, রামজি সরকারী প্রাথমিক ও গুরুদল বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে এ সাঁকো পার হয়ে যেতে হয়। এতে অনেক শিশু জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে পারছে না। অভিভাবকরা এ সাঁকো পার করে শিশুদের বিদ্যালয় পাঠাতে সাহস পায় না। যুদ্ধাপরাধ মামলায় আইনজীবী ও চিকিৎসক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৪ এপ্রিল ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার হোমিও চিকিৎসক ডাঃ এমদাদুল হক খাজাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নকলার কুর্শা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই মামলায় নকলা উপজেলার বিবিরচর গ্রামের ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী আকরাম হোসেনকেও গ্রেফতার করেছে পুলিশ।
×