ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা ॥ ষষ্ঠবারের মতো পেছাল চার্জ গঠন

প্রকাশিত: ০৬:০২, ২৫ এপ্রিল ২০১৭

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা ॥ ষষ্ঠবারের মতো পেছাল চার্জ গঠন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ এপ্রিল ॥ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের তারিখ আবারও পেছাল। এ নিয়ে ষষ্ঠবারের মতো চার্জগঠনের তারিখ পেছাল। সোমবার আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের দিন ধার্য ছিল। এ হত্যা মামলার আসামি ঘাটাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অসুস্থ হওয়ার কারণে আদালতে পৌঁছাতে পারেননি। মামলায় জামিনে থাকা তিন আসামি এবং হাজতি তিন আসামির জন্য হাজিরা দাখিল করা হয়। অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর আহমেদ আসামিদের বিরুদ্ধে আগামী ১২ জুন তারিখে অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেছেন। ভিক্ষা না করার অঙ্গীকার সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২৪ এপ্রিল ॥ দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আয়োজনে ৩২ জন ভিক্ষুকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সোমবার দুপুর ১২টায় পৌরসভার হলরুমে পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে ভিক্ষুকদের মাঝে স্টোভ, ফ্লাক্স, খুন্তি, বসার টুলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) দ্রেবপ্রসাদ পাল। প্রধান অতিথি তার বক্তব্যে ভিক্ষুকদের পরবর্তীতে আর ভিক্ষা না করার শপথ করান। তিনি ভিক্ষাবৃত্তির খারাপ দিকগুলো তুলে ধরে ব্যাপক আলোচনা করেন। এ সময় উপস্থিত ভিক্ষুকরা আর ভিক্ষাবৃত্তি না করার অঙ্গীকার করেন। আনন্দ আশ্রয় কেন্দ্র স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘শারীরিক সামর্থ্য ও স্বজনহীন ভিক্ষুকদের জন্য ‘আনন্দ আশ্রয় কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হচ্ছে। ইতোমধ্যে জায়গা বরাদ্দ হয়েছে। ৩০ এপ্রিল ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ ঘোষণা করা হবে।’ জেলা পরিষদ অডিটরিয়ামে ভিক্ষুকদের পুনর্বাসন ও ভিক্ষুকমুক্ত বাগেরহাট জেলা ঘোষণার উদ্দেশে আয়োজিত সমাবেশে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এ কথা বলেন। ‘ভিক্ষা নয়Ñ ভিক্ষুককে পুনর্বাসন করি’- স্লোগানে সোমবার জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অতিথির বক্তব্য দেনÑ সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডাঃ মোজাস্মেল হোসেন এমপি প্রমুখ।
×