ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে হজ কাফেলার নামে প্রতারণা

প্রকাশিত: ০৬:০১, ২৫ এপ্রিল ২০১৭

চাঁপাইয়ে হজ কাফেলার নামে প্রতারণা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ এবার নতুন কৌশলে বহিরাগতরা স্থানীয়দের বৈধ লাইসেন্স ও নাম ব্যবহার করে হজ কাফেলার নামে প্রতারণা শুরু করেছে। এ ধরনের প্রতারণার শিকার শতাধিক হজযাত্রী। অভিযোগ উঠেছে, তাদের কাছ থেকে চার কোটির বেশি টাকা নিয়ে এসব প্রতারক এখন কেটে পড়ার তালে রয়েছে। পাশাপাশি হজযাত্রীদের অনিশ্চিত হয়ে পড়েছে হজযাত্রা। কারণ, এদের নাম এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। এমনি একটি প্রতিষ্ঠান হুদায়বিয়া ট্রাভেলস। এই নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে বৈধ প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু জেলার বাইরের তানোর উপজেলার মু-ুমালাহাটের এক ব্যক্তি, যিনি কয়েকবার হজ করেছেন। তিনি স্থানীয় ট্রাভেলসের নাম ব্যবহার করে হজে ইচ্ছুক ২০ জনকে সংগঠিত করেছেন। যাদের কাছ থেকে চার লাখ, কোন কোন ক্ষেত্রে আরও বেশি টাকা নিয়েছেন। তিনি ২১৬৬ নম্বরের লাইসেন্স ব্যবহার করছে এবং কার্ডে দুটি অফিস ব্যবহার করেছে। একটি গোদাগাড়ি উপজেলার কাকনহাট পৌর মার্কেট, অপরটি তানোর উপজেলার মু-ুমালা পৌরসভার বৈদ্যপুর মোড়। দুটি স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, এই ধরনের অফিসের কোন অস্তিত্ব নেই। ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে স্বীকার করেন তার রেজিস্টার নম্বর মনগড়া। তিনি অনুরোধ করেন এ ব্যাপারে সংবাদপত্রে প্রতিবেদন না করার। এদিকে প্রকৃত হজ কাফেলা হুদায়বিয়ার স্থানীয় মালিক জানান; তার নাম ব্যবহার করেছে একটি প্রতারক চক্র। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের ট্রেজারার নোমান উর রশীদ অধ্যাপক মোঃ নোমান উর রশীদ ২১ এপ্রিল দ্বিতীয় মেয়াদে ট্রেজারার পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও এটিকে কাক্সিক্ষত লক্ষ্যে উন্নীত করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ইতোপূর্বে তিনি ২০০৯ সালে প্রথমবারের মতো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নিযুক্ত হন। এরপর দুই মেয়াদে মহাপরিচালক পদে সফলভাবে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×