ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ এপ্রিল ২০১৭

বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী, দুই কৃষক ও দুই গৃহবধূ রয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। গত রবি ও সোমবার এসব বজ্রপাতের ঘটনা ঘটে। খবর নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, নড়াইলে আকস্মিক ঝড়ের সময় সোমবার বেলা ১১টার দিকে বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টি ও ঝড় শুরু হয়। সোমবার বেলা ১১টার দিকে হঠাৎ নড়াইলের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টি ও ঝড় শুরু হয়। এ সময় নড়াইল পৌর এলাকার বিজয়পুরের মিজান মোল্যার ছেলে সজল (২৫) বাড়ির পাশে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। অপরদিকে গাছপালা ভেঙ্গে পড়ায় গত দুদিন ধরে জেলার পল্লী এলাকা বিদ্যুতবিহীন রয়েছে। এতে মোবাইল ফোনের টাওয়ার সচল না থাকায় ফোন যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে, ঝড়ে কালিয়া উপজেলার লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার টিনের ঘর ও আমবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে পড়েছে। এছাড়া ঝড়ে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের টিনের চালা উড়ে ক্লাস ও অফিসরুমের কাগজপত্রসহ বিভিন্ন আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের তোতা খলিফার ছেলে এসএসসি পরীক্ষার্থী জুয়েল খলিফা (১৫) ঝালকাঠিতে রবিবার বিকেলে বজ্রপাতে নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়। সোমবার সকালে নিজ বাড়িতে তার লাশের দাফন সম্পন্ন হয়েছে। নাটোর লালপুরের ওয়ালিয়ায় বজ্রপাতে হাফিজুর রহমান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সোহেল আহম্মেদ (২৫) নামে আরও একজন। আহত সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ওয়ালিয়া নাওতাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ওয়ালিয়া মধ্যপাড়ার মতিউর রহমানের ছেলে। শেরপুর জেলার নকলায় বজ্রপাতে উরফুলা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে তার স্বামী আবুল হোসেন (৪০) আহত হয়। সোমবার সকালে উপজেলার কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে সনজিতা চাকমা (৩২) নামের এক গৃহবধূ। সে দুধুকছড়া গ্রামের নয়ন জ্যোতি চাকমার স্ত্রী। ররিবার সন্ধ্যায় তার নিজ বাড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে।
×