ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নকলার মোখলেছসহ ৩ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ এপ্রিল ২০১৭

নকলার মোখলেছসহ ৩ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেরপুরের নকলা উপজেলার মোখলেছুর রহমান তারাসহ তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেয়ার জন্য ২২ মে পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হবিগঞ্জের দুই রাজাকার লাখাই থানা রাজাকার কমান্ডার মোঃ লিয়াকত আলী ও আলবদর কমান্ডার আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে পঞ্চম সাক্ষী বাবুল রায় জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে সাক্ষী বলেন, রাজাকার লিয়াকত আলী ও আমিনুল ইসলামের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তানী আর্মিরা আমার বাবা কালী দাস রায়সহ চারটি গ্রামের ৮৭ জনকে গুলি করে হত্যা করেছে। জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেছেন। পরবর্তী সাক্ষীর জবানবন্দীর জন্য আজ দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর রানাদাশ গুপ্ত। শেরপুরের নকলা উপজেলার মোখলেছুর রহমান তারাসহ তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা জারি হওয়া তিনজনের মধ্যে দুজন হলেন- মোখলেছুর রহমান তারা, এ্যাডভোকেট একেএম আকরাম হোসেন ও মোঃ এমদাদুল হক খাজা ওরফে খাজা ডাক্তার। এর আগে এ মামলায় এস এম আমিনুজ্জামান ফারুক নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, লুট, নির্যাতন, ধর্মান্তরিতকরণসহ ৪ ধরনের অভিযোগ পাওয়া গেছে। প্রসিকিউটর জেয়াদ আল মালুম জনকণ্ঠকে বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ পাওয়া গেলে তা অন্তর্ভুক্ত করা হবে।
×