ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রক এন রোল চিংড়ি!

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ এপ্রিল ২০১৭

রক এন রোল চিংড়ি!

এবার গোলাপী উপাঙ্গবিশিষ্ট এক নতুন প্রজাতির চিংড়ির খোঁজ মিলেছে। এ চিংড়ি গোলাপী উপাঙ্গের সাহায্যে শব্দ করে ক্ষীপ্রগতিতে শিকার ধরে। শব্দ করে শিকার ধরার জন্য ষাটের দশকের প্রখ্যাত রক এন রোল ব্যান্ড দল পিঙ্ক ফ্লয়েডের নাম অনুসারে এটির নাম রাখা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের প্রধান গবেষক ডক্টর স্যামি ডিগ্রেভ বলেন, উজ্জ্বল গোলাপী বর্ণের উপাঙ্গবিশিষ্ট এ চিংড়ি দেখতে সত্যিই সুন্দর। তিনি বলেন, আমি আমার ১৪ বছর বয়স থেকে পিঙ্ক ফ্লয়েডের গান শুনি। এ ব্যান্ডটি অতি উচ্চশব্দে কনসার্ট করত। একবার একটি পুকুরের কাছে কনসার্ট করার সময় ব্যান্ডটির শব্দে ওই পুকুরের একটি মাছ মরে গিয়েছিল। তবে এ চিংড়িটি পানির নিচে ২১০ ডেসিবল পর্যন্ত শব্দ তৈরি করতে পারে। তাই এ চিংড়ির নাম দেয়া হয়েছে পিঙ্ক ফ্লয়েড। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের লাস পার্ল দ্বীপে এ চিংড়ির খোঁজ পাওয়া যায়। স্যামি ডিগ্রেভ আরও বলেন, আমি দীর্ঘ দিন ধরে এ প্রখ্যাত রক ব্যান্ডের নামে কোন প্রাণীর নামকরণের চেষ্টা করে আসছিলাম। আমি এ ব্যান্ডের লাইভ কনসার্ট কয়েকবার উপভোগ করেছি। তাই আমি আমার প্রিয় ব্যান্ডটির নামে এ চিংড়ির নামকরণ করতে পরায় খুশি। -ল্যাটিন পোস্ট ও দ্যা ইন্ডিপেনডেন্ট অবলম্বনে।
×