ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রানাপ্লাজা ধসের পর কারখানার কর্মপরিবেশ অনেকটাই উন্নত

প্রকাশিত: ০৫:২৯, ২৫ এপ্রিল ২০১৭

রানাপ্লাজা ধসের পর কারখানার কর্মপরিবেশ অনেকটাই উন্নত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাভারের রানাপ্লাজা ধসের পর কমপ্লায়েন্সের শর্ত হিসেবে কারখানার কর্মপরিবেশ এখন অনেকটাই উন্নত। তবে, অর্থনীতিবিদদের মতে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় এখনও পিছিয়ে বাংলাদেশ। এজন্য ট্রেড ইউনিয়নে সাংগঠনিক চর্চার অভাবকে দায়ী করছেন শ্রমিক নেতারা। অন্যদিকে মালিকপ বলছে, সরকারের প্রয়োজনীয় নজরদারির অভাবে বিশৃড়খলা থেকে মুক্তি পা"েছ না এ খাত। রানা প্লাজায় নিহত আজিজের স্ত্রী পারভীন আক্তার বলেন, ‘আমি রাত সাড়ে ১২টা বাজে বোনের মেয়ের লাশটা পাইছি। লাশ শনাক্ত করতে বেজে যায় রাত প্রায় ৪টা। এমন কোন জায়গা নেই যে আমি আমার স্বামী আর ননদকে খুঁজিনি। একটাতো লাশ যখন পেয়েছি তখন বুঝলাম একটাতো গেছে আর দুজনকে তো খুঁজতে হবে।’ সেদিনের ম"ত্যুর গল্প এখনও জীবন্ত। এমন ১১শ’ ৩৫টি গল্পের জন্ম হয়েছিল চার বছর আগে সাভারে রানাপ্লাজার ধ্বংসস্তূপে। এরপর নানা সংস্কারে চার চারটি বছর পার করেছে পোশাক খাত। ভবন নিরাপত্তা, অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধসহ নানা ইস্যুতে উন্নত হয়েছে কারখানার কর্ম পরিবেশ। স্বীকৃতি হিসেবে বিশ্ব সেরা ১০টি পোশাক কারখানার ৪টিই এখন এ দেশে। কিš' কারখানার চালিকা শক্তি যে শ্রমিকরা তাদের অধিকার নিশ্চিত হয়েছে কতটা? মালিকপরে দাবি ধারাবাহিক সংস্কারের পর বর্তমানে শ্রমিককল্যাণে উদ্যোক্তারা বেশ আন্তরিক। তবে শ্রমিক নেতারা মনে করেন বিভিন্ন এনজিওর ষড়যন্ত্রে শ্রমঅধিকার পুরোপুরি নিশ্চিত হ"েছ না। কারখানার কর্ম পরিবেশ সুরার অজুহাতে শ্রমিকদের যেন হুটহাট ছাঁটাই করা না হয়, সেদিকে নজরদারি বাড়ানোর দাবি পর্যবেকদের।
×