ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোশাক কারখানা কিনবে বারাকা পাওয়ার

প্রকাশিত: ০৫:২৭, ২৫ এপ্রিল ২০১৭

পোশাক কারখানা কিনবে বারাকা পাওয়ার

পোশাক কারখানা কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড। এ পোশাক কারখানায় বারাকা পাওয়ারের মালিকানা হবে ৫১ শতাংশ। রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বর্তমানে উৎপাদনে থাকা পোশাক কারখানাটি কেনার (অধিগ্রহণ) সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। শতভাগ রফতানিমুখী এ তৈরি পোশাক কারখানার মূল্য ধরা হবে ৩০ কোটি টাকা। তবে অতিরিক্ত খরচ হবে আরও ১০ কোটি টাকা। সব মিলে মোট খরচ হবে ৪০ কোটি টাকা। মোট ব্যয়ে ৭০ শতাংশ ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে। বাকি অর্থের ৫১ শতাংশ অর্থায়ন করবে বারাকা পাওয়ার। সেই হিসেবে বারাকা পাওয়ারের ৫১ শতাংশের মালিকানার জন্য খরচ হবে ৬ কোটি ১২ লাখ টাকা। কোম্পানিটির প্রতি বছর প্রকল্পটি থেকে গড় নিট আয় হবে ৬ কোটি ৯১ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার বাজার পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে বসছে আইসিবি সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে শীর্ষ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসছে রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সোমবার আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইফতেখার-উজ-জামান এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মতিঝিলে আইসিবির নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ের টানা পতনের কারণ খুঁজে বের করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছে। মোঃ ইফতেখার-উজ-জামান বলেন, বাজার স্বাভাবিক করতে কী করা যায়Ñ সে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুঁজিবাজারের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×