ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন বাতিল দাবি

প্রকাশিত: ০৭:৫৮, ২৪ এপ্রিল ২০১৭

ভিকারুননিসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন বাতিল দাবি

স্টাফ রিপোর্টার ॥ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধির নির্বাচন বাতিলের দাবি উঠেছে। একজন বিজয়ী ও পরাজিত প্রার্থীরা এ দাবি তুলেছেন। তাদের দাবি মানা না হলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে পরাজিত স্কুল-কলেজ শাখার প্রার্থীরা অভিযোগ করেন, ভিকারুননিসায় অভিভাবক নির্বাচনে সীমাহীন অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। তারা বলেন, দীর্ঘ নয় বছর এ স্কুলে নির্বাচন হয়নি। আদালতের নির্দেশনা থাকার পরও ছয়মাস বিলম্ব করে নির্বাচনের আয়োজন করা হয়। পরে অধ্যক্ষ সুফিয়া খাতুন ও দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন মিলে নানা অনিয়মের মাধ্যমে পরাজিত ব্যক্তিদের বিজয়ী বলে ঘোষণা দিয়েছেন। কলেজ শাখায় পরাজিত প্রার্থী মীর মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, প্রথমে আমাকে এক ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তা বাতিল করে আতাউর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে পরাজিত প্রার্থী এ্যাডভোকেট রীনা পারভীন অভিযোগ করেন, ভোট কারচুপি করতে গণনার সময় আমাকে সামনে থাকতে দেয়া হয়নি। কেন্দ্র থেকেও আমাকে বের করে দেয়া হয়েছিল। তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষের মনোনীত ব্যক্তিদের বিজয়ী করতে এসব অনিয়ম করা হয়েছে। স্কুল শাখায় পরাজিত প্রার্থী আনিসুর রহমান আনিস অভিযোগ তোলেন, জালিয়াতি করে বহিরাগতদের কেন্দ্রে ঢুকিয়ে জাল ভোট দেয়া হয়েছে।
×