ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে কারাতেকা বুলবুলির রৌপ্য জয়

প্রকাশিত: ০৬:০৯, ২৪ এপ্রিল ২০১৭

থাইল্যান্ডে কারাতেকা বুলবুলির রৌপ্য জয়

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ড কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার থেকে রাজধানী ব্যাংককে ১৮ দেশের অংশগ্রহণে শুরু হয়েছে তিনদিনব্যাপী থাইল্যান্ড ওপেন কারাতে দো চ্যাম্পিয়নশিপ। গতকাল রবিবার চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়দিনে মাইনাস ৬৮ কেজি ওজন শ্রেণীতে রৌপ্যপদক জয় করেছেন বাংলাদেশের সেনোয়ারা আক্তার বুলবুলি। এ ক্যাটাগরিতে স্বর্ণ পান স্বাগতিক থাইল্যান্ড এবং ব্রোঞ্জ পদক জেতে নেপাল। খেলা পরিচালনা করছেন একেএফ চীফ রেফারি পেট্রিক লিম। এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে চার ছেলে ও চার মেয়েসহ মোট আটজন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীরই ৭ জন ও বিজিবির ১ জন। সফরে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে আছেন কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল। এছাড়া চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে রেফারি হিসেবে গেছেন মোঃ সাজ্জাদ হোসেন ও আব্দুল মান্নান। জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৭’। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা ২৭ এপ্রিল শেষ হবে। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরুষ ও মহিলা বিভাগে মোট ২০টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহিলা ও পুরুষ বিভাগের ওজন শ্রেণীগুলো হল -৩৩ কেজি, -৩৫ কেজি, -৪০ কেজি, -৪৫ কেজি, -৫০ কেজি, -৫৫ কেজি, -৬০ কেজি, -৬৫ কেজি, -৭০ কেজি ও ৭০+ কেজি।
×