ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে চীনারা এত নবিস!

প্রকাশিত: ০৬:০৮, ২৪ এপ্রিল ২০১৭

ক্রিকেটে চীনারা এত নবিস!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে চীনারা যে কতটা নবিস, টানা দুইদিনই সেটি প্রমাণ হলো। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগের এশিয়ান রিজিওন ডিভিশনের ম্যাচে আগেরদিন ৩৯০ রানে হারের পর রবিবার কুয়েতের কাছে তাদের হারের ব্যবধান মাত্র ২৯৪ রানের। তাও আবার ৫০ ওভারের ওয়ানডে ম্যাচে। ক্রিকেটের অনভিজ্ঞ দেশ চীনের বিপক্ষে কুয়েত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৪৬০ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬.৪ ওভারে ৫৭ রান তুলেই গুটিয়ে যায় চীনারা। অথচ বৃষ্টিবিঘিœত ম্যাচে তাদের সামনে টার্গেট ছিল ৩৬ ওভারে ৩৫১ রান। আগেরদিন সৌদি আরবের ৪১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে অলআউট হয় চীন। ১২.৪ ওভারে সব উইকেট পড়ে যায় তাদের। স্কোরবোর্ড যেন শূন্যের মালা পড়ানোএ। সর্বোচ্চ রান বলতে অতিরিক্ত ১৩। ব্যক্তিগত ব্যাটিংয়ে জুয়াং জেলিন এবং ঝেং পেং দু’জনেরই সমান ৬ রান করে। ক্রিকেটে অনভিজ্ঞ চীন। যদিও অলিম্পিকে পদক জয়ে তাদের অবস্থান সবসময়ই ওপরের সারিতে। কিন্তু ক্রিকেটে এখনও নামজাদা দেশ হয়ে উঠতে পারেনি। আইসিসি’র এশিয়ান ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দেশটির ক্রিকেটে হাতেখড়ি দেয়ার অভিজ্ঞতা আছে সাবেক বাংলাদেশী তারকা আমিনুল ইসলাম বুলবুলের। আগামীদিনে ক্রিকেটকেই পাখির চোখ করে এগিয়ে চলেছে তারা। কিন্তু তাদের এমন বেহাল দশা দেখে ক্রিকেটবিশ্ব খানিকটা অবাকই। কারণ সৌদি-কুয়েতও তো ক্রিকেটের বড় কোন দেশ নয়। সৌদির কাছে বড় হারের রেকর্ড গড়ে চীন। এর আগে ২০০৮ সালের আগস্টে নিউজিল্যান্ডের কাছে ২৯০ রানে হেরেছিল আয়ারল্যান্ড। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে এখনও রেকর্ডটি কিউইদের অধীনে। করণ চীন-সৌদির এটা ওয়ানডে নয়, লিস্ট-এ ম্যাচের মর্যাদা পাবে। যদিও বৃহৎ জনশক্তি ও অর্থনৈতিক পরাশক্তির দেশ চীনে ক্রিকেট জনপ্রিয় করে তুলতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মাঠের ফল বলে সেজন্য অনেক অপেক্ষা করতে হবে।
×