ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিশ্চিত অবসর নিচ্ছেন ইউনুস খান

প্রকাশিত: ০৬:০৬, ২৪ এপ্রিল ২০১৭

নিশ্চিত অবসর নিচ্ছেন ইউনুস খান

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয়বার অবসরের বিষয়টি নিশ্চিত করতে হলো ইউনুস খানকে। যেটা তার চরিত্রের সঙ্গে যায় না। অবশ্য ভ্রান্তিটা তৈরি করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) দেয়া এক সাক্ষাতকার। জ্যামাইকা টেস্টের দ্বিতীয়দিনে ভিডিও বার্তায় সেটি পরিষ্কার করেছেন পাকিস্তান ইতিহাসের সর্বোচ্চ টেস্ট রানের মালিক। জানিয়েছেন, সিরিজে তিন ম্যাচের ছয় ইনিংসের প্রতিটিতে সেঞ্চুরি করলেও সিদ্ধান্ত বদলাচ্ছেন না, ‘এদিক-ওদিক থেকে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে আমি নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করছি। এর কোন সত্যতা নেই। আমার অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত। যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রতিটি টেস্টের প্রতিটি ইনিংসেও সেঞ্চুরি করি, তাহলেও এই সিদ্ধান্ত বদলাবে না।’ স্থানীয় জিও টিভিতে ভিডিওটি প্রচারিত হয়। অথচ টেস্ট শুরুর আগেরদিন সিএ’র সাইটে প্রকাশিত সাক্ষাতকারে ইউনুসের বক্তব্য ছিল এমন, ‘এটা ঠিক যে আমরা একসঙ্গে অবসরে গেলে দল বিপাকে পড়বে। এ নিয়ে বেশ চিন্তা করেছি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার ভার দল ও বোর্ডের ওপর। তারা যদি মনে করে আমাকে প্রয়োজন, তাহলে হয়ত আরও কিছুদিন চালিয়ে যেতে পারি। দেশের মানুষ যদি আমাকে দেখতে চায়, আমি নিজেও যদি ব্যাট হাতে পাকিস্তানের হয়ে অবদান রাখতে পারি, তাহলে কেন অবসর নেব?’ ভিডিওতে এমন ভাষ্যকে গুঞ্জন ও ভুল বলে উল্লেখ করেন ইউনুস। অবশ্য অবসরের আগাম ঘোষণা দেয়া অধিনায়ক মিসবাহও চেয়েছিলেন ইউনুস আরও কিছুদিন খেলা চালিয়ে যাক। তিনি বলেছিলেন, ‘পাকিস্তান দল তাকে শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই হারাবে না, একজন উপদেষ্টা হিসেবেও মিস করবে। সে অন্যদের রোল মডেল। আর তার জায়গা পূরণ করাটাও বেশ কঠিন। তার আরও ১-২ বছর টেস্ট ক্রিকেট খেলে যাওয়া উচিত।’ ইউনুসের এই ভিডিও বার্তায় সব জল্পনার অবসান হলো। ৪৩ ছোঁয়া মিসবাহর সঙ্গেই উইন্ডিজ সফরেই শেষ হচ্ছে ৩৯ বছর বয়সী তুখোড় এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ার।
×