ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবশেষে স্বস্তির ফেরা

প্রকাশিত: ০৬:০৬, ২৪ এপ্রিল ২০১৭

অবশেষে স্বস্তির ফেরা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে টেনিস কোর্টে ফিরছেন মারিয়া শারাপোভা। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী বুধবারই কোর্টে দেখা যাবে রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লকে। স্টুটগার্ট ওপেন দিয়ে নতুন মিশন শুরু করবেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে রবিবার হয়ে গেল তার ড্র। ড্র অনুযায়ী স্টুটগার্ট ওপেনের উদ্বোধনী ম্যাচে ইতালিয়ান তারকা রবার্তা ভিঞ্চিকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মারিয়া শারাপোভা। তবে স্টুটগার্ট ওপেনের দ্বিতীয় পর্বেই পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার মুখোমুখি হবেন শারাপোভা। রাদওয়ানস্কা নিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন আরেক রাশিয়ান তারকা একাটেরিনা মাকারোভাকে। রাদওয়ানস্কা গত শুক্রবারই এক সাক্ষাতকারে মাশার এই টুর্নামেন্টে খেলা নিয়ে সমালোচনা করেন। সেখানে পোলিশ তারকা বলেন, ‘এই রকম টুর্নামেন্টগুলোতে তাদের ওয়াইল্ডকার্ড প্রদান করা উচিত যারা মূলত চোঁট, অসুস্থতা কিংবা টানা ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত হয়ে র‌্যাঙ্কিংয়ের নিচের দিকে চলে গেছেন। যারা ডোপিংয়ের কারণে নিষিদ্ধ হয়ে গেছেন তাদের জন্য নয়। তাই শারাপোভার উচিত অন্য কোন উপায়ে নিজেকে সংশোধন করান। এরচেয়ে ছোট টুর্নামেন্টগুলো দিয়েই ফিরতে পারে সে।’ গত এক দশকের বেশি সময় ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম মারিয়া শারাপোভা। পাঁচটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতে ইতোমধ্যেই নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। কিন্তু গত বছরের শুরুতেই গোটা বিশ্বকে অবাক করে ডোপ টেস্টে পজিটিভ হন তিনি। প্রথম দিকে টেনিস থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন মাশা। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপীল করলে নিষেধাজ্ঞার মেয়াদ ৯ মাস কমিয়ে ১৫ মাসে আনা হয়। সে হিসেবে আগামী বুধবারই টেনিসে ফিরতে যাচ্ছেন তিনি। আর একইদিনেই স্টুটগার্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকার। গত ১৯ এপ্রিল ৩০ বৎসরে পা রেখেছেন শারাপোভা। আর ত্রিশতম জন্মদিনে টেনিসে ফেরাটাকেই তার সেরা উপহার বলে মন্তব্য করেছেন রাশিয়ান তারকা। এ বিষয়ে স্টুটগার্ট টুর্নামেন্টের ওয়েবসাইটে তিনি বলেন, ‘আবারও টেনিসে ফিরেছি আমার জন্য এটাই সেরা উপহার। আমার প্রিয় টুর্নামেন্টেই প্রথম ম্যাচ দিয়ে টেনিসে ফিরতে যাচ্ছি এরচেয়ে আর সুখের কিছুই হতে পারে না। আমার অসাধারণ সব ভক্ত-অনুরাগীদের দেখার জন্য কিছুতেই যেন তর সইছে না। সেইসঙ্গে টেনিস কোর্টে সবসময়ই যা চাই তা করার জন্যও মুখিয়ে রয়েছি।’ শুধু স্টুটগার্ট ওপেনেই নয়, মারিয়া শারাপোভা ইতোমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন মাদ্রিদ ওপেন এবং রোম মাস্টার্সে খেলতেও। তবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। উইম্বলডনের জন্যও এখন পর্যন্ত কোন ধরনের আমন্ত্রণ পাননি তিনি। তবে রাদওয়ানস্কা মনে করেন মেজর এই দুটি টুর্নামেন্টে খেলতে না পাওয়া শারাপোভার উচিত ভাল খেলেই টেনিসে ফেরা। এ বিষয়ে পোল্যান্ডের এই টেনিস তারকা বলেন, ‘এখন পর্যন্ত সে কোন গ্র্যান্ডসøামে অর্থাৎ প্যারিস (ফ্রেঞ্চ ওপেন) এবং লন্ডনে (উইম্বলডন) খেলার আমন্ত্রণ পাননি। তাই আমার মতে, কোর্টে ভাল পারফর্মেন্স উপহার দিয়েই তার জায়গাটা দখল করা উচিত।’ স্টুটগার্ট ওপেনে শীর্ষ বাছাই হিসেবে খেলবেন এ্যাঞ্জেলিক কারবার। নিজের প্রথম ম্যাচে জার্মানির এই টেনিস তারকা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মিরজানা লুসিচ বারোনি অথবা ক্রিস্টিনা মাদেনোভিচকে। গত বছরটা দুর্দান্ত কাটে কারবারের। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু করা জার্মান তারকা বছর শেষ করেন ইউএস ওপেন জিতে। গত বছর রিও অলিম্পিকের ফাইনাল খেলা এ্যাঞ্জেলিক কারবার বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন। কিন্তু দুর্ভাগ্য তার। বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলে ফেললেও চলতি বছরে এখন পর্যন্ত কোন শিরোপাই নিজের শোকেসে তুলতে পারেননি স্টেফিগ্রাফের এই উত্তরসূরি।
×