ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব রিলেতে গ্যাটলিনের গতি ঝড়

প্রকাশিত: ০৬:০৪, ২৪ এপ্রিল ২০১৭

বিশ্ব রিলেতে গ্যাটলিনের গতি ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের সময় ঘনিয়ে আসছে। এ মৌসুম শেষ হলেই ইতি ঘটবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের। বর্তমানে বিশ্ব ট্র্যাক এ্যান্ড ফিল্ড যেভাবে ডোপিংয়ের কালো থাবায় কুঁকড়ে গেছে বোল্টের উদ্ভাসিত নৈপুণ্য সেই আঁধারটাকেও আলোকিত করে রেখেছিল। কিন্তু বোল্ট যাওয়ার পর কে হবেন পরবর্তী গতিদানব? কে হবেন যোগ্য উত্তসূরি? সকলেই মনে করছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসি হবেন সেই ব্যক্তি। কিন্তু ডি গ্রাসিকে পেছনে ফেলে আইএএএফ বিশ্ব রিলেতে জিতে গেছেন বোল্টের চরম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। দুরন্ত গতি তুলে তিনি মার্কিন দলকে এ জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন। আর মহিলাদের রিলেতে আলো ছড়িয়েছেন জ্যামাইকার ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন এ্যালেইন থম্পসন। ডি গ্রাসির জন্য রিলেতে সবচেয়ে বড় সমস্যা তার সতীর্থদের নিয়ে। তিনি ছাড়া কানাডার আর তেমন কোন গতিময় দৌড়বিদ নেই। ৩৫ বছর বয়সী গ্যাটলিন ২০০৪ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলেন। দুটি ডোপিং নিষেধাজ্ঞাও ভোগ করতে হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নিজের গতিটাকে ধরে রেখেছেন তিনি। এ কারণে পরবর্তী বোল্ট হিসেবে স্বঘোষিত ডি গ্রাসি দুরন্ত গতি তুললেও হারাতে পারেননি গ্যাটলিনের যুক্তরাষ্ট্রকে। কারণ গ্যাটলিনের সতীর্থরাও দুরন্ত গতির। এ বিষয়ে গ্যাটলিন বলেন, ‘আমি আমার ছেলেদের নিয়ে এবং দল নিয়ে গর্বিত। তাদের মধ্যে একটা ক্ষুধার্ত মনোভাব আছে, স্নায়বিক দৌর্বল্যও নেই তাদের মধ্যে।’ লন্ডনে আগামী আগস্টে অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপস। রিলেতে জয় পাওয়া সেটার আগে দারুণ কার্যকর হয়েছে বলেই মনে করেন গ্যাটলিন। তিনি বলেন, ‘আমরা নিজেদের প্রস্তুত করতে চাইছিলাম। পরস্পরকে আমরা বলেছি চলো ফুরফুরে মেজাজে দৌড়াই। আর সেটা যতটা সম্ভব যেন এই এপ্রিলের মধ্যে দ্রুতগতিতে সেরা হয়। আমরা আগস্টে সবার আগে লাইন পেরিয়ে যেতে চাই। যতটা সম্ভব আমাদের সফল হতেই হবে।’ ডি গ্রাসি যদি গ্যাটলিনের কাছে হেরেই যান তবে তিনি কিভাবে যোগ্য উত্তরসূরি হবেন বোল্টের? বোল্ট ক্যারিয়ারে ৮ অলিম্পিক সোনা এবং ১১ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এই রেকর্ড তাকে ক্যারিয়ার চলমান অবস্থাতেই বানিয়ে দিয়েছে কিংবদন্তি। আর তিনি যে সময় একের পর এক রেকর্ড গড়েছেন তখন বিশ্ব এ্যাথলেটিক্সে ডোপপাপের ঘোর ঘনঘটা। এর মধ্যে থেকেও নিজেকে মেলে ধরেছেন তিনি। নিজের অবস্থানটাকে করেছেন মজবুত। বোল্ট চলতি মৌসুমেই বিদায় নেবেন ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে। এটা নিশ্চিত হওয়ার পর ডি গ্রাসি বলেছিলেন, ‘মনে হচ্ছে আমিই পরবর্তী জন। আর এই মুহূর্তে আমি সেটা চিন্তা করেই নিজেকে এগিয়ে নিচ্ছি। অবশ্যই আমি কিছুটা চাপে ছিলাম। কারণ সব মানুষের দৃষ্টি আমার দিকেই ছিল। যাই ফলাফল হয়ে থাক না কেন সেটাই আমার জন্য খুবই বড় অনুপ্রেরণার। কারণ এখনও আমি যথেষ্ট তরুণ। কাজেই সবার সেরা হওয়ার জন্য এখনও আমার অনেক পরিশ্রম করার বাকি আছে এবং অনেক কাজও করতে হবে।’ গত অলিম্পিকে রিও ডি জেনিরোয় দুটি স্বর্ণ জিতেছিলেন জ্যামাইকান গতি সম্রাজ্ঞী এ্যালেইন। তিনি মহিলাদের ৪ী২০০ মিটার রিলেতে দারুণ গতি তুলতে পেরেছেন। আর সে কারণে জ্যামাইকাও জয় তুলে নিয়েছে। তার সঙ্গে থাকা জুরা লেভি, শেরিকা জ্যাকসন ও সাশালি ফোর্বস নতুন চ্যাম্পিয়নশিপস রেকর্ড গড়ে ১ মিনিট ২৯.০৪ সেকেন্ড টাইমিংয়ে শেষ করে।
×