ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ব্রিটেন থেকে বিকাশের মাধ্যমে হুন্ডিতে টাকা আসছে দেশে

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ এপ্রিল ২০১৭

এবার ব্রিটেন থেকে বিকাশের মাধ্যমে হুন্ডিতে টাকা আসছে দেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন প্রবাসীরা। কিন্তু নানা কারণে এই রেমিটেন্সের হার কমছে দিন দিন। এর অন্যতম কারণ হুন্ডি। হুন্ডি ব্যবসায়ীরা এখন অর্থ লেনদেনে ব্যবহার করছে বিকাশ পদ্ধতি। অথচ বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৭২ হাজার ৪শ’ কোটি টাকা। আগের অর্থবছরে একই সময়ে এ অংক ছিল ৮৬ হাজার ৫শ’ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রেমিটেন্স কমেছে প্রায় ১৪ হাজার ১শ’ কোটি টাকা। লন্ডন বাংলাদেশ হাই কমিশন কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান বলেন, আমরা এ বিষয়টা নিয়ে বিকাশের সঙ্গে কথা বলেছি। বিকাশ থেকে কনফার্ম করেছে ওয়েস্ট্রান ইউনিয়ন ও ব্র্যাক ছাড়া যুক্তরাজ্যে অন্য কারো সঙ্গে বিকাশের চুক্তি নেই। অন্যগুলো আসলে অবৈধ। বিকাশের মাধ্যমে অবৈধভাবে অর্থ পাঠানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুমোদিত এক্সচেঞ্জ হাউসগুলো। পিবিএল এক্সচেঞ্জ ইউকে লিমিটেড মানি লন্ডারিং রিপোর্টিং অফিসার মুনিরুল করিম বলেন, বিকাশের মাধ্যমে কাগজপত্র ছাড়াই টাকা বাংলাদেশে চলে যাচ্ছে। সেগুলো সম্পূর্ণ অবৈধ ও হুন্ডি। এর ফলে বাংলাদেশ সরকার অনুমোদিত এক্সচেঞ্জ হাউসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্য কোন প্রকার নিয়মনীতি কিংবা কাগজপত্রের প্রয়োজন না থাকায় প্রবাসীরাও বিকাশের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন। তারা বলেন, বিকাশে টাকা পাঠাতে কোন কাগজপত্র লাগে না। সহজে টাকা পাঠানো যায়। বাংলাদেশেও সহজে টাকা গ্রহণ করতে পারে। বর্তমানে বাংলাদেশে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ২ কোটি ৭০ লাখ ও দেশব্যাপী ১ লাখ ৬৫ হাজার এজেন্টস রয়েছে বলে বিকাশ সূত্রে জানা গেছে। দেশের জেলা-উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সিস্টেমে বিকাশের মাধ্যমে হুন্ডির শক্তিশালী নেটওয়ার্ক। হুন্ডির এ নতুন মাধ্যম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক। লেনদেন সহজ হওয়ার কারণে হুন্ডির মাধ্যমে বিপুল সংখ্যক টাকা পাঠানো হচ্ছে বাংলাদেশে। আর হুন্ডি ব্যবসায়ীরা অর্থ লেনদেনের আধুনিক মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বিকাশকে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে অবৈধভাবে বিকাশকে ব্যবহারের ক্ষেত্রে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার।
×