ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিভিন্ন অপরাধে ৩৮ প্রতিষ্ঠানকে ১.৭৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ এপ্রিল ২০১৭

বিভিন্ন অপরাধে ৩৮ প্রতিষ্ঠানকে ১.৭৯ লাখ টাকা জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১১ কর্মকর্তার নেতৃত্বে মাদারীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিলেট, মৌলভীবাজার, গাইবান্ধা, কুমিল্লা, পটুয়াখালীতে রবিবার বাজার তদারকি করা হয়। মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে মাদারীপুর সদর উপজেলায় তিন প্রতিষ্ঠানকে ৯,০০০/- (নয় হাজার) টাকা, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ময়মনসিংহ সদর উপজেলায় তিন প্রতিষ্ঠানকে ২১,০০০/- (একুশ হাজার) টাকা, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তিন প্রতিষ্ঠানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ সদর উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৭,০০০/- (সাত হাজার) টাকাসহ মোট ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন ম-লের নেতৃত্বে নড়াইল সদর উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার তিন প্রতিষ্ঠানকে ১১,০০০/- (এগার হাজার) টাকা, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিলেটের ওসমানী নগর এলাকায় তিন প্রতিষ্ঠানকে ১৮,০০০/- (আঠার হাজার) টাকা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুই প্রতিষ্ঠানকে ১৪,০০০/- (চৌদ্দ হাজার পাঁচশত) টাকা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদীর নেতৃত্বে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুই প্রতিষ্ঠানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা সদর উপজেলার এক প্রতিষ্ঠানকে ৪,০০০/- (চার হাজার) টাকা, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুই প্রতিষ্ঠানকে ৪,২০০/- (চার হাজার দুইশত) টাকাসহ মোট ৬০,৭০০/- (ষাট হাজার সাতশত) টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়। -বিজ্ঞপ্তি
×