ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ওবামা

প্রকাশিত: ০৫:৪৪, ২৪ এপ্রিল ২০১৭

আজ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মতো শিক্ষার্থীদের সামনে আসছেন। প্রায় তিন মাসের আড়াল ভেঙ্গে সোমবার নিজ শহর শিকাগোতে তিনি জনসমক্ষে আসছেন। গত জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান ওবামা। ওবামা ওই দিন শিকাগো ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলে তার পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে। খবর ডনের। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে শিকাগো ইনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াতেন ওবামা। ক্ষমতা ছাড়ার আগে নিজ শহর শিকাগোতেই তার বিদায়ী ভাষণ দিয়েছিলেন। হোয়াইট হাউস ছাড়ার দিন তিনি তার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের প্রশংসা করেন, যিনি ক্ষমতা ছাড়ার পর জনসমক্ষে কোন মন্তব্য করেননি এবং সক্রিয়ভাবে রাজনীতি করা থেকে বিরত থেকেছেন। ওবামাও হোয়াইট হাউস ছাড়ার পর থেকে রাজনৈতিক মন্তব্য করেননি। আয়োজকরা জানিয়েছেন, ওবামার ওই সমাবেশ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সমর্থনের জন্য নয়। অবশ্য এর আগে নির্বাচনের সময় তার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। ওবামার সমর্থকরা এ নিয়ে ট্রাম্পের ওপর চটেছিলেনও। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া সিরিয়া সরকারকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে বিন্দুমাত্র ইতস্তত করবে না রাশিয়া। রুশ সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্তর ওজেরোভ রুশ সংবাদ সংস্থা স্পুতনিককে দেয়া সাক্ষাতকারে শনিবার এসব কথা বলেন। খবর ওয়েবসাইটের। ভিক্তর ওজেরোভ বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ভবিষ্যতে বিদেশী সামরিক আগ্রাসন থেকে রক্ষার জন্য দামেস্ক সরকারকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে মস্কো বিন্দুমাত্র ইতস্তত করবে না। এ সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি সই করার পর বিন্দুমাত্র ইতস্তত করা হবে না বলে জানান তিনি। তিনি আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতেই প্রয়োজনীয় সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়াকে সরবরাহ করা সম্ভব হবে। এটি রুশ প্রতিরক্ষা শিল্পের জন্য কোন রকম ঝোঝা হয়ে উঠবে না বলেও নিশ্চয়তা দেন তিনি। চুক্তি সই করার পর এ ধরনের ব্যবস্থা সরবরাহ করতে কোন বিশেষ কিছুর প্রয়োজন পড়বে না উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে সিরিয়া এবং দেশটিকে সহায়তা করছে রাশিয়া।
×