ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ায় আরও এক মার্কিন নাগরিক আটক

প্রকাশিত: ০৫:৪৪, ২৪ এপ্রিল ২০১৭

উত্তর কোরিয়ায় আরও এক মার্কিন নাগরিক আটক

যুক্তরাষ্ট্রের এক নাগরিককে শুক্রবার আটক করেছে উত্তর কোরিয়া। রবিবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এ নিয়ে মোট তিন মার্কিনীকে আটক করল উত্তর কোরিয়া। খবর ইয়াহু নিউজের। কোরিয়ান বংশোদ্ভূত ওই ব্যক্তির বয়স প্রায় ৫০। কিম নামের ওই ব্যক্তি ত্রাণ কার্যক্রমের বিষয়ে আলাপের জন্য এক মাস ধরে পিয়ংইয়ংয়ে অবস্থান করছিল। শুক্রবার উত্তর কোরিয়া থেকে বের হয়ে যাওয়ার সময় পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে পিয়ংইয়ং জানিয়েছে, আটককৃত মার্কিন নাগরিক চীনের পাশেই স্বায়ত্তশাসিত ইয়ানবিনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সুপারশপে স্ক্যানড ট্রে... সুপার মার্কেট কিংবা সুপার শপে বাজার করে দাম পরিশোধ করার সময় দীর্ঘ কিউতে পড়ার দিন শেষ। এখন আর প্রতিটি পণ্যের দাম স্ক্যান করতে হবে না বরং সবগুলো পণ্য এক ট্রেতে ঢেলে দিলে স্ক্যান হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সামনে আসবে সব পণ্যের মোট কত দাম হলো। এরপর শুধু কার্ড স্ক্যান করে দাম দিয়ে দিতে হবে। জাপান এই পদ্ধতি আবিষ্কার করেছে। প্রযুক্তিটির নাম রেজি রোবো -টেক ক্রাঞ্চ পাতা খেয়ে বেঁচে থাকা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা এলাকার মেহমুদ বাট গত ২৫ বছর ধরে পাতা খেয়ে বেঁচে আছেন। এ জন্য তার কোন অসুখ হয়নি এবং তাকে কখনও ডাক্তারের কাছে যেতে হয়নি। মেহমুদ জানান, গরিব হওয়ায় তিনি ভিক্ষা করা এড়ানোর জন্য পাতা খাওয়া শুরু করেন। বট, শিশু ও করঞ্জ গাছের পাতা খেতে তার খুবই ভাল লাগে -টাইমস অব ইন্ডিয়া
×