ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওয়াজের পদত্যাগ দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক লাহোর বার সমিতির

প্রকাশিত: ০৫:৪৩, ২৪ এপ্রিল ২০১৭

নওয়াজের পদত্যাগ দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক লাহোর বার সমিতির

লাহোর হাইকোর্ট বার এ্যাসোসিয়েশন (এলএইচসিবিএ) পানামা পেপার্স মামলায় সুপ্রীমকোর্টের রায়ের প্রতি অভিনন্দন জানিয়েছে। এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার দাবি জানিয়েছে। বার সমিতি ঘোষণা করেছে, নওয়াজ পদত্যাগ না করলে তার বিরুদ্ধে দেশব্যাপী আইনজীবীদের আন্দোলন শুরু হবে। খবর ডন অনলাইনের। বার সমিতির নেতৃবৃন্দ শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সাবেক সামরিক একনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশারফ প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীকে পদচ্যুত করার পর তাকে পুনর্বহালের জন্য যে আন্দোলন হয়েছিল তার চেয়ে আরও ব্যাপক হবে এবারের আন্দোলন। কিন্তু ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এর যুক্তিতে অটল থেকে বার সমিতির দাবিকে অসাংবিধানিক অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য চাপ প্রয়োগে যে কোন উদ্যোগ প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বার সমিতির সভাপতি চৌধুরী জুলফিকার আলী বলেছেন, পানামা গেট রায়ের পর ক্ষমতায় থাকার কোন নৈতিক যুক্তি নেই প্রধানমন্ত্রীর। সমিতির সহ-সভাপতি রশিদ লোদি, সম্পাদক আমির সাঈদ রাওন ও অর্থ সম্পাদক জহির বাট জুলফিকার আলীর পাশে বসা ছিলেন। জুলফিকার আলী বলেন যে, সুপ্রীমকোর্টের নির্দেশে যৌথ তদন্ত দলে (জেআইটি) অন্তর্ভুক্ত থাকবেন প্রধানমন্ত্রীর অধীনস্থ কয়েকজন কর্মকর্তা এবং তাদের দিয়ে প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগের কোন নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
×