ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার নেতাদের কোন্দল মেটাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ এপ্রিল ২০১৭

চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার নেতাদের কোন্দল মেটাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে চলার নির্দেশ দেয়া হয়েছে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ নেতাদের। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলের বিজয় ধরে রাখতে নিজেদের মধ্যে থাকা সকল মতভেদ, অনৈক্য কিংবা বিভেদ দ্রুত মিটিয়ে দলকে গতিশীল করার উদ্যোগও নিতে বলা হয়েছে কোন্দলপূর্ণ এই দুই জেলার নেতাদের। সারাদেশে দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে দলকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের প্রথম দিন রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই দুই জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় নেতারা এসব নির্দেশ দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। রূদ্ধদ্বার ওই বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলটির সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আলম মাহমুদ স্বপন, এ কে এম এনামুল হক শামীম, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী চিনু উপস্থিত ছিলেন। অপরদিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি ছোলায়মান হক জোয়ার্দার ছেলুন, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগর এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলার সরকারদলীয় এমপিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে জেলার দুই এমপিকে। ছেলুন জেয়ার্দার ও আলী আজগরের নেতাকর্মীদের মধ্যে তীব্র কোন্দল রয়েছে। বৈঠকেও কেন্দ্রীয় নেতাদের সামনেই একে অপরকে দোষারোপ করে বক্তব্য রাখেন ওই দুই নেতা। সব শুনে কেন্দ্রীয় নেতারা তাদের এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে চলার নির্দেশ দেন। ঢাকা থেকে জেলায় ফিরে বর্ধিত সভা ডেকে দুই নেতাকে একসঙ্গে কাজ শুরু করার নির্দেশও দেয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ছেলুন জোয়ার্দার সাংবাদিকদের বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলতে বলা হয়েছে বৈঠকে। অপরদিকে কুষ্টিয়া জেলার একটি থানা নিয়ে সমস্যা ছিল বলে বৈঠক সূত্রে জানা গেছে। ওই থানার সমস্য মিটিয়ে ফেলতে নেতাদের বলা হয়েছে।
×