ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫২, ২৪ এপ্রিল ২০১৭

টুকরো খবর

সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট-খুলনা মহাসড়কের দুই পাশের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাগেরহাট-খুলনা মহাসড়কের বারাকপুর বাসস্ট্যান্ড থেকে টাউন নওয়াপাড়া পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ বলেন, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে খুলনা-বাগেরহাট মহাসড়কের আট কিলোমিটার এলাকার রাস্তার দুই পাশের অবৈধ দখলদারদের গড়ে তোলা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। এসব স্থাপনা ভেঙ্গে দেয়ার পর কেউ যদি আবারও এ ধরনের স্থাপনা গড়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন, বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশের ফাঁকা জমিতে অবৈধভাবে দোকান ঘর, সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনা তুলে ব্যবসা চালিয়ে আসছিল। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী ইঞ্জিনিয়ার রাশিদুর রেজা, সার্ভেয়ার মোঃ নাইমুল ইসলাম, কাটাখালী হাইওয়ে থানার এসআই মোঃ জামাল উদ্দিন শেখ প্রমুখ। ভাড়া চাওয়ায় হামলা নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৩ এপ্রিল ॥ সাবেক ইউপি সদস্য নবী ও সুমি আক্তারের ওপর হামলা করেছে ভাড়াটেরা। রবিবার সকাল ১০টার সময় তুলাতলি গ্রামের ইব্রাহিমের বাড়ির সামনে এ হামলার ঘটনাটি ঘটে। আহত ইউপি সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। এ বিষয়ে সীতাকু- থানায় সুমি আক্তার বাদী হয়ে অভিযোগ করেছেন। জানা যায়, তুলাতলির গ্রামের সাবেক ইউপি সদস্য নবী তার জায়গার ওপর পোল্ট্রি ফার্ম ঝালকাঠীর হুমায়ন কবিরকে ভাড়া দেন। হুমায়ন কবির তুলাতলি ইউনিয়নের নাছির মাঝির ছেলে ইলিয়াছ ও তার ভাগিনা মঞ্জু আলম, ঝিবলু ও বাবলুকে নিয়ে অংশদারিত্বে পোল্ট্রি ব্যবসা চালিয়ে আসছেন। তারা অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে ফার্ম চালাচ্ছিল। এক সময় অবৈধ বিদ্যুত সংযোগের বিষয়টি আঁচ করতে পারেন নবী। এরপর ভাড়াটেদের ডেকে তিন মাসের মধ্যে বাকি ভাড়া ও বিদ্যুত বিল দিয়ে ফার্ম ছেড়ে দেয়ার সময় নির্ধারণ করেন। এ অবস্থায় তারা ফার্ম ভাড়া ও বিদ্যুত বিল পরিশোধ না করে গোপনে চলে যায়। রবিবার সকালে লুকিয়ে ফার্মের বিদ্যুত চেইঞ্জওভার নিতে আসে তারা। এ সময় ইউপি সদস্য দেখে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ইউপি সদস্যের ওপর হামলা চালায়। পহেলা বৈশাখ নিয়ে কটূক্তি ॥ মানববন্ধন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সম্পাদিত স্কুল ম্যাগাজিন মঞ্জরিতে পহেলা বৈশাখ নিয়ে কটূক্তি ও সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর প্রতিবাদে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে নাগরিক সমাজ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, স্কুল ম্যাগাজিনে ‘বাংলা নববর্ষ : ইতিহাস, উদযাপন রীতি ও আমাদের সংস্কৃতি’ শিরোনামে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ওই প্রবন্ধের লেখক বাদরুল ইসলাম বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) ও ম্যাগাজিনের সম্পাদক। প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন, ‘নববর্ষের নামে বর্তমানে যে সব অনুষ্ঠানাদির আয়োজন করা হয়, বাঙালী মুসলমানদের আবহমান সংস্কৃতি ও জীবনাচারের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। বরং বাংলা নববর্ষের নামে এক শ্রেণীর বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবী যা কিছু করছেন তা মূলত হিন্দু সংস্কৃতিরই প্রতিরূপ। এটা আমাদের জন্য বিজাতীয় অপসংস্কৃতি। ছাত্রী উত্ত্যক্ত করায় বখাটেকে জেল স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ রবিবার ৫ম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটে যুবককে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত যুবকের বাড়ি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর ডাক্তার টোলায়। মনিরুল ইসলাম নামের বখাটে যুবক দীর্ঘদিন ধরে ছাত্রীটিকে উত্ত্যক্ত করে আসছে। ঘটনার দিন ছাত্রীটি ক্লাস সেরে বাড়ি ফেরার পথে মনিরুল মেয়েটিকে জড়িয়ে ধরে গোপন অঙ্গে হাত দেয়ার চেষ্টা করে। পরে শিক্ষকরা বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে যৌন হয়রানির অপরাধে নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম কারাদ- দেন। পরিত্যক্ত গ্রেনেড ও গুলি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ এপ্রিল ॥ পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড ও ২৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের সরকারপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়। কাফুরিয়া ইউনিয়নের গ্রাম্য পুলিশ আবদুল মান্নান জানান, বেলা ১২টার দিকে কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের ইয়াদ আলীর মালিকানাধীন সরকারপাড়া মাঠের মধ্যে আমগাছ কাটছিল শ্রমিকরা। এ সময় গাছের গোড়ার নিচে পুঁতে রাখা একটি টিনের কৌটার মধ্যে ২৩ রাউন্ড থ্রিনটথ্রি রাইফেলের গুলি ও গ্রেনেড দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড ও গুলি উদ্ধার করে পুলিশ। পুকুরে ডুবে মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পুকুর থেকে টিন তুলতে গিয়ে পুকুরে ডুবে গোলজার হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টায় উপজেলার গোপালদী পৌরসভাধীন জালাকান্দি এলাকায়। জানা গেছে, জালাকান্দি এলাকার জাফরের পুকুরে রাব্বি বেগম পুরনো বেশ কয়েকটি টিন পরিষ্কার করতে গেলে ২টি টিন পুকুরের পানিতে তলিয়ে যায়। বিদ্যুতস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ এপ্রিল ॥ রবিবার দুপুর ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জনি ইসলাম (২৫) নামে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত জনি উপজেলার নন্দনালী গ্রামের আব্দুল মতিনের পুত্র। জানা গেছে, ঘটনার সময় বান্দাইখাড়া বাজারে শামসুল হুদা মীরের ব্যবসা প্রতিষ্ঠানে টয়লেটের ছাদ ঢালাইয়ের কাজ করার জন্য রডের কাজ করছিল জনি। এ সময় ওপর দিয়ে প্রবাহিত হাইভোল্টেজ বৈদ্যুতির তারে রড স্পর্শ করলে জনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু ঘটে। অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৩ এপ্রিল ॥ হাটহাজারী উপজেলার নাজিরহাট বাইপাস সড়ক মোড় এলাকায় রবিবার ভোর ৪টায় এক অগ্নিকা-ে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফটিকছড়ি থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা। বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানায়। ছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৩ এপ্রিল ॥ নলছিটি উপজেলায় কলেজ ছাত্রী ও গৃহবধূ মারুফা আক্তার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বহরমপুর গ্রামের মধ্যপ্রাচ্যে কর্মরত সুমন হাওলাদারের সঙ্গে ৪ বছর পূর্বে বিয়ে হয়। মারুফা চলমান এইচএসসি পরীক্ষার্থী। গত ১৭ এপ্রিল স্বামীর অবর্তমানে শ্বশুর-শাশুড়ি ও দেবর মিলে তাকে মারধর করে এবং আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সীমান্তে বন্যহাতির তা-বে নিহত এক নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ এপ্রিল ॥ শ্রীবরদী সীমান্তে বন্যহাতির তা-বে ফের হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার রাণীশিমূল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি খ্রীস্টানপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওইসময় স্থানীয় মৃত নিবন সাংমার ছেলে বেরুনা মারাক (৫৫) ঘটনাস্থলেই নিহত এবং তার স্ত্রী সইনো সাংমা (৪০), দুই পুত্র বিজয় সাংমা ও বেনজিং সাংমা আহত হয়। একই সময় বন্য হাতির আক্রমণে বেরুনা মারাকের দুটি গরু মারা যায়। জঙ্গী প্রতিরোধে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেছে। রোববার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ৫নং ওয়ার্ড স্কুল মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে জঙ্গী তৎপরতা দেখা দিবে, সেখানেই প্রতিহত করা হবে। এ দেশের মাটিতে জঙ্গীদের ঠাঁই নেই। তাই সকলকে সজাগ থাকতে হবে, যাতে করে জঙ্গীরা কখনও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আর মাদক নির্মূল করতে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ। বিদ্যুতস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। রবিবার সকাল ৮টায় উপজেলার ভাদেশ্বর ইউপির হাওরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ আহমদ (১৪) ঐ গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে মানিকোনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। জানা যায়, বাড়ির সম্মুখে রাতের আঁধারে ঝড়ে কোন এক সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। মারুফ সকালে বের হলে অসাবধানতাবশত ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে আটকা পড়ে যায়। ৫৬ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ এপ্রিল ॥ ৩০ বর্ডারগার্ড ব্যাটালিয়ন, ফায়ারিং রেঞ্জে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত আন্তঃব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় নীলফামারী ৫৬ বিজিবি দলীয়ভাবে চ্যাম্পিয়ন ও জয়পুরহাট ২০ বিজিবি রানার আপ এবং এককভাবে ৫৬ বিজিবির সিপাহী অলিয়র রহমান শ্রেষ্ঠ ফায়ারার হয়েছে। রবিবার বিকেলে ওই স্থানে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, এনডিসি, পিএসসি চ্যাম্পিয়ন, রানার আপ ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্রফিসহ অন্য পুরস্কার তুলে দেন। এ সময় বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেঃ কর্নেল তুষার বিন ইউনুস, পঞ্চগড় ১৮ বিজিবির পরিচালক লে.কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ, নীলফামারী ৫৬ বিজিবির পরিচালক লে. কর্নেল-মেহফুজ রহমান, পিএসসি, পিইঞ্জ, এমএসসিসহ অন্যান্য কর্মকর্তা, পদবিধারী ও তালিকাভুক্ত বিজিবি সদস্য, আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। সোনারগাঁয়ে ডাকাতি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঠিকাদার আবুল বাশারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা হুমায়ূন বাদশা নামে এক ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। এলাকাবাসী জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের আবুল বাশারের বাড়িতে গভীররাতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির গেট ভেঙ্গে প্রবেশ করে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। নব্য জেএমবির নারী সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৩ এপ্রিল ॥ ঝিনাইদহে মাজেদা খাতুন নামের এক নারী নব্য জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। জানান, নব্য জেএমবি আবদুল্লাহর শাশুড়ি জেএমবি সদস্য মাজেদা খাতুন নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাজেদা খাতুন তার জামাতা নও মুসলিম আবদুল্লাহর দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ। পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার জালিয়াপালং ইমামের ডেইল এলাকায় আম কুড়ানোর প্রতিযোগিতায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, গাছ থেকে একটি আম পড়লে আবু ছিদ্দিকের পুত্র নূরানী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র রবিউল আলম (৫) ও ইসমাঈল (৪) আম কুড়াতে যায়। তবে কে আগে যাবেÑএ প্রতিযোগিতার ছলে স্থানীয় মনু মিয়ার পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশুরা। ভাসমান শিশুদের উদ্ধার করে ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
×