ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জব্বারের বলীখেলা কাল ॥ জমে উঠেছে মেলা

প্রকাশিত: ০৩:৫১, ২৪ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে জব্বারের বলীখেলা কাল ॥ জমে উঠেছে মেলা

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ঐতিহ্য জব্বারের বলীখেলা ও মেলাকে ঘিরে জমে উঠতে শুরু করেছে লালদীঘির আশপাশ এলাকা। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুটির শিল্পে তৈরি পণ্য নিয়ে মেলায় হাজির হয়েছে বনেদী ব্যবসায়ীরা। কুটির শিল্পের এসব পণ্য কিনতে এক বছর ধরে অপেক্ষার পালা গুনছে গৃহিণীরা। চট্টগ্রামের এ মেলাটিই সাড়া জাগানো। রবিবার থেকে শুরু হয়েছে তিনদিনের মেলা। তবে সপ্তাহ গড়াবে শেষ পর্যন্ত আয়োজন। জব্বারের ১০৮তম বলীখেলা কাল মঙ্গলবার। ১৯০৯ সালে বনেদী ব্যবসায়ী আবদুল জব্বার চট্টগ্রামে এই খেলার সূচনা করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, জব্বারের বলীখেলা এখন আর লালদীঘির মাঠে নেই। বিশ্বজুড়ে যেখানে বাঙালীর অবস্থান সেখানেই আলোচনা চলছে। দেখতে দেখতে ১০৭ বছর পার হয়ে ১০৮ বছরে পদার্পণ করেছে এই আয়োজন। এবারের বলীখেলায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ২শ’ বলীয়ান লড়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে চ্যাম্পিয়ন বাউটে লড়বে চার থেকে ছয়জন। বাকিরা সব সাধারণ বাউটে অংশ নেবেন। তবে এক সময় যারা সাধারণ বাউটে অংশ নিয়েছিলেন তাদের মধ্যেই কেউ কেউ চ্যাম্পিয়ন বাউটে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। তবে কয়েক দফার চ্যাম্পিয়ন ও রানার আপ পুলিশ কর্মকর্তা মম শিং ত্রিপুরা গত কয়েক বছর ধরে এই আঙ্গিনায় পা দিচ্ছেন না। ফসলি জমি দখল করে ঘের তৈরি ॥ প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৩ এপ্রিল ॥ কাশিয়ানী উপজেলার মাহমুদপুরে সংখ্যালঘুদের ফসলি জমি জবরদখল করে ঘের ও পুকুর তৈরির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। রবিবার দুপুর ১২টায় কাশিয়ানী থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষ একযোগে শহরে এসে বিক্ষোভ মিছিল করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে জড়ো হয়ে সমাবেশ করে। পরে তারা এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে। সমাবেশে বক্তব্য রাখেনÑ অংশুপতি মিস্ত্রি, জোৎ¯œা পোদ্দার, দুলাল বিশ্বাস, মনীমোহন সমাদ্দার, আশীষ কুমার মিস্ত্রী, পাগলী রায়, প্রমূখ। ‘মা’ সমাবেশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘মা’ সমাবেশ হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা জসলদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়টির আয়োজনে কয়েক শ’ মায়ের উপস্থিতিতে অনুষ্ঠানের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, আবদুর রশিদ শিকদার, মেদিনী ম-ল ইউপি, আওয়ামী লীগের সভাপতি আলী আকবর হাওলাদার। রাধা-কৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৩ এপ্রিল ॥ সদর থানার পুলিশ রবিবার দুপুরে উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড থেকে রাধা-কৃষ্ণের একটি যুগল মূর্তিসহ দুই পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলোÑ ফরিদ মোল্লা ও আলীয়ার শেখ। সদর থানার এসআই রঞ্জন বিশ্বাস জানান, সোমবার দুপুরে ঘটনাস্থলে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক হলে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উভয়কে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করলে ব্যাগ থেকে নয় ইঞ্চি লম্বা এবং সাড়ে ১০ ইঞ্চি চওড়া কষ্টিপাথরের যুগল ওই মূর্তি বেরিয়ে পড়ে। আটককৃত ফরিদ মোল্লার বাড়ি বহরপুর ইউনিয়নের চরভয়াদহ গ্রামে। আলীয়ার শেখের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারীর কোতোয়ালি থানার বেড়াদিয়া গ্রামে।
×