ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধ্যাপক রেজাউল হত্যার দ্রুত বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৪৮, ২৪ এপ্রিল ২০১৭

অধ্যাপক রেজাউল  হত্যার দ্রুত বিচার  দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার অধ্যাপক রেজাউল করিম হত্যার এক বছরপূর্তিতে রাবি শিক্ষক সমিতি ও ইংরেজী বিভাগ আয়োজিত কর্মসূচীতে এ দাবি জানানো হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রাবি শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় মুক্তিযুুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ও ইংরেজী বিভাগ একাত্মতা প্রকাশ করে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনুর সঞ্চালনায় মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, রেজাউল স্যার হত্যা মামলার চার্জশীট জমা দিয়েছে পুলিশ। কিন্তু মামলার আর কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা এ হত্যাকা-ের দ্রুত বিচার দেখতে চাই, খুনীদের ফাঁসি চাই। শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি জঙ্গী হামলা হয়েছে এবং তাদের হামলায় সবচেয়ে বেশি শিক্ষক মারা গেছেন। নিয়মিত বিরতিতে এ শিক্ষক হত্যা বন্ধ হোক এই আমাদের দাবি। মানববন্ধনে ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার, পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলাম এবং আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান বক্তব্য দেন। এর আগে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে র‌্যালি বের করেন ইংরেজী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র‌্যালি শেষে মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে সমাবেশ করেন তারা। সমাবেশে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্, ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতারসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন। পরে মহানগর পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হয়। পাওনার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ আশুলিয়ায় কারখানা বন্ধ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ এপ্রিল ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে ২৭শ’ শ্রমিকের দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানাটি বন্ধ করে দেয়ার অভিযোগ তুলেছে কারখানাটির শ্রমিকরা। এ ঘটনায় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। রবিবার সকালে আশুলিয়া থানার জামগড়ার বেরণ এলাকার ‘শেড ফ্যাশন’ নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কর্তৃপক্ষ শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধ না করেই ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে। ঘোষণার সময় পার হওয়ার পর কাজে যোগ দিতে গিয়ে কারখানার মূল ফটকে শ্রমিকরা দেখতে পায় কর্তৃপক্ষ আবারও ২৩ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের নোটিস টাঙ্গিয়ে দিয়েছে। সেই সময়সীমা পার হওয়া পর এদিন (রবিবার) সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা জানতে পারে কর্তৃপক্ষ আবারও ২৭ এপ্রিল পর্যন্ত কারখানায় ছুটি ঘোষণা করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে দুই মাসের বকেয়া বেতন প্রদান ও কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়।
×