ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮

প্রকাশিত: ০৩:৪৮, ২৪ এপ্রিল ২০১৭

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৩ এপ্রিল ॥ দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জনে। শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রনজিত (৫০), রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় শফিকুল (২০) ও রবিবার দুপুর সাড়ে ১২টায় উদয় (৩০) ও দেড়টায় দেলওয়ার (৩৫) মারা যান। গত বুধবার বিকেলে অঞ্জনা দেবী নামে এক নারীসহ ওইদিন রাতে মোকছেদ আলী, বৃহস্পতিবার আরিফুল ও শুক্রবার সকাল সাড়ে ১০টায় রুস্তম আলীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হলো। এদের মধ্যে দেলওয়ার, মোকছেদ ও রুস্তম আপন ভাই। অপর এক ভাই বাদলও দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৯ জন। এদের বেশিরভাগই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বরিশালে সালিশ বৈঠকে হামলা ॥ পিতা-পুত্র আহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসার জন্য আয়োজিত সালিশ বৈঠকে হামলা চালিয়ে পিতা ও পুত্রকে আহত করা হয়েছে। গুরুতর আহত কলেজের অফিস সহকারী হারুন শেখকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, কলেজের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বিকেলে বীরশ্রেষ্ঠ জাদুঘরে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন কলেজ প্রতিষ্ঠাকালীন সদস্য দাবিদার এবায়দুল হক শাহীন ও তার ভাই একই কলেজের শিক্ষানুরাগী সদস্য এবায়দুল হক শামীমের উপস্থিতিতে স্থানীয় সাব্বির হাওলাদার পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে কলেজের অফিস সহকারী হারুন শেখ ও তার পিতা মালেক শেখ আহত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৩ এপ্রিল ॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ২টার সময় এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ জহির রায়হান। এ সময় উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোঃ মুস্তাফা কামাল ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ। বোরকার আড়ালে ফেনসিডিল স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বোরকার আড়ালে ঢাকা শরীরে অভিনক কায়দায় ফেনসিডিল বহনকালে পুলিশের হাতে ধরা পড়ার পর থানায় এসেই পাগলামি শুরু করেছে এক নারী চোরাকারবারি। রবিবার দুপুরে রাজশাহীর বাঘা থানা পুলিশের হাতে ধরা পড়ার পর থানায় এসে মারাত্মক পাগলামি শুরু করেছে সে। বুলবুলি নামের নারী চোরাকারবারিকে দুপুরে বাঘার সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। এ সময় বোরকা পরিহিত এ নারীর শরীরে বিশেষভাবে বাঁধা ২১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পুলিশ জানায়, তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আড়মবাড়িয়া গ্রামে। তার নামে বাঘা ও ঈশ^রদী থানায় তিনটি চোরাচালান মামলা রয়েছে।
×