ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে কৃষকের ভাগ্য পানির নিচে

প্রকাশিত: ২৩:২৩, ২৩ এপ্রিল ২০১৭

বরিশালে কৃষকের ভাগ্য পানির নিচে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমিতে পাকা ও আধাপাকা বোরো ধান কাটার আগমুহুর্তে গত কয়েকদিনের অবিরাম প্রবল বর্ষণে জেলার দশ উপজেলার শত শত একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। ফলে পাকা ও আধাপাকা ধান উত্তোলনের চিন্তায় দিশেহারা হয়ে পরেছে কৃষক। সূত্রমতে, পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় বর্ষার পানিতে তলিয়ে থাকা জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নের বিলাঞ্চলের প্রায় দুই হাজার একরেরও অধিক জমির পাকা আধাপাকা বোরো ক্ষেত এখন পানি নিচে তলিয়ে গেছে। ফলে ওই এলাকার কৃষকদের মাঝে চরম হতাশার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে ওই এলাকার শত শত কৃষকেরা বিষয়টি জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে অবহিত করেন। তাৎক্ষনিক চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসীদের সাথে নিয়ে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সদর উপজেলা, বানারীপাড়া, বাকেরগঞ্জ, হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ, উজিরপুর, আগৈলঝাড়া, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলার নিন্মাঞ্চলের অধিকাংশ বোরো ক্ষেত বর্ষার পানিতে তলিয়ে গেছে। ফলে জমিতে পাকা ও আধাপাকা বোরো ধান কাটার আগমুহুর্তে অবিরাম বর্ষণে শত শত একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় ধান উত্তোলনের চিন্তায় কৃষকেরা এখন দিশেহারা হয়ে পরেছেন।
×