ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কালকিনিতে বাস খাদে ॥ অল্পের জন্য বেঁচে গেল ৩৬জন যাত্রী

প্রকাশিত: ১৯:৩৯, ২৩ এপ্রিল ২০১৭

কালকিনিতে বাস খাদে ॥ অল্পের জন্য বেঁচে গেল ৩৬জন যাত্রী

নিজস্ব সংবাদদাতা, কালকিনি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার মেলকাই নামক স্থানে খুলনাগামী ইমন পরিবহন নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে যায়। এতে করে ৫ থেকে ৬জন যাত্রী আহত হয়। তবে পরিবহনে থাকা সকল যাত্রী অল্পের জন্য প্রানে বেঁচে যায়। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি। আজ রবিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, বরিশাল থেকে যাত্রী নিয়ে ইমন পরিবহনটি সকালে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথি মধ্যে উপজেলার মেলকাই এলে এসময় নিয়ন্ত্রন হাড়িয়ে খালের পানিতে পড়ে যায়। যাত্রীবাহী এ পরিবহনে থাকা ৫/৬ জন যাত্রী আহত হয়। আহতদেরকে উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এতে করে আহতের ঘটনা ঘটলেও সকল যাত্রীরা প্রানে বেঁচে যান। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাত্রীদের খোঁজ খবর নেন। তবে খাঁদে পড়া পরিবহনটি ফায়ার সার্ভিন এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। গাড়িতে থাকা যাত্রী সাইদুর রহমান বলেন, আমাদের নিয়ে গাড়িটি মহুর্তের মেধ্যে খাদে পড়ে যায়। তবে খালের মধ্যে অল্প পানি থাকায় আমরা সবাই প্রানে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পানিতে পড়তে পারেনি। এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এবং পরিবহনটি উদ্ধারের প্রক্রিয়া চলেছে।
×